সামনে এল “অত্যন্ত কঠিন” ব্রঙ্কো টেস্টের ফলাফল! উত্তীর্ণ হলেন রোহিত শর্মা?

Published on:

Published on:

Rohit Sharma results in Bronco Test revealed.

বাংলা হান্ট ডেস্ক: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে সম্পন্ন হতে চলা T20 বিশ্বকাপের কথা মাথায় রেখে, খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষায় নতুন ব্রঙ্কো টেস্ট (Bronco Test) যুক্ত করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে, এই পরীক্ষাটি ইতিমধ্যেই বিদ্যমান ইয়ো-ইয়ো টেস্ট এবং দুই কিলোমিটার রেস টাইম ট্রায়াল থেকে আলাদা হবে। এদিকে, ব্রঙ্কো টেস্টের খবর প্রকাশের পর থেকেই এটি টিম ইন্ডিয়ার প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এমনকি, মনোজ তিওয়ারি জানিয়েছিলেন যে রোহিত শর্মা এবং তাঁর সমবয়সী খেলোয়াড়দের ২০২৭-এর ODI বিশ্বকাপের পরিকল্পনা থেকে দূরে রাখার জন্যই এই টেস্ট শুরু করা হয়েছে। পাশাপাশি, ব্রঙ্কো টেস্ট নিয়ে ক্রিকেট অনুরাগীদের মনেও যথেষ্ট কৌতূহল রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ইতিমধ্যেই রোহিত শর্মার ব্রঙ্কো টেস্টের ফলাফলও সামনে এসেছে।

কীভাবে হয় ব্রঙ্কো টেস্ট (Bronco Test)?

জানিয়ে রাখি যে, ব্রঙ্কো টেস্টে ২০, ৪০ এবং ৬০ মিটার শাটল দৌড় অন্তর্ভুক্ত থাকে। একটি সেটে ৩ টি দৌড় থাকে। খেলোয়াড়দের ৬ মিনিটের মধ্যে টানা ৫ টি সেট সম্পন্ন করতে হয়। এর অর্থ হল খেলোয়াড়দের কোনও বিরতি ছাড়াই ১,২০০ মিটার দৌড়তে হবে। যার মাধ্যমে খেলোয়াড়ের স্ট্যামিনা, গতি এবং কন্ডিশনিং মূল্যায়ন করা হয়।

Rohit Sharma results in Bronco Test revealed.

কীভাবে ব্রঙ্কো টেস্ট লাভজনক: উল্লেখ্য যে, প্রাক্তন ব্যাটার মনোজ তিওয়ারি সম্প্রতি দাবি করেছিলেন যে, রোহিত শর্মা এবং তাঁর সমবয়সীদের ২০২৭-এর বিশ্বকাপ পরিকল্পনা থেকে দূরে রাখার জন্য ব্রঙ্কো টেস্ট চালু করা হয়েছে। তবে, টিম ইন্ডিয়ার সাথে যুক্ত রামজি শ্রীনিবাসন এই সিদ্ধান্তকে দুর্দান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি এমন একটি পরীক্ষা যা যেকোনও সময় এবং যেকোনও জায়গায় নেওয়া যেতে পারে। এটি সম্পূর্ণ ন্যায্য। এটি একটি দুর্দান্ত টেস্ট। সারা বিশ্বে এটি প্রচলিত। ইয়ো-ইয়ো থেকে অনেকেই এই পরীক্ষায় এসেছেন এবং এর ফলাফল খুবই বাস্তব বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: রাজস্থান থেকে “বিতাড়িত” হয়েছেন দ্রাবিড়? এবি ডি ভিলিয়ার্সের প্রতিক্রিয়ায় শুরু জোর জল্পনা

রোহিত শর্মা ব্রঙ্কো পরীক্ষায় উত্তীর্ণ হলেন: ভারতের টেস্ট অধিনায়ক শুভমান গিল এবং ODI অধিনায়ক রোহিত শর্মা সহ ভারতীয় ক্রিকেটাররা BCCI-র সেন্টার অফ এক্সিলেন্সে সম্পন্ন হওয়া প্রাক-মরশুম ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। গিল এবং তাঁর সতীর্থ জসপ্রীত বুমরাহ এবং জিতেশ শর্মাও ফিটনেসের মান পূরণ করেছেন।

আরও পড়ুন: পাত্তাই দিলেন না মোদী-পুতিন! দূরেই দাঁড়িয়ে রইলেন শরিফ, SCO সম্মেলনে একী অবস্থা পাকিস্তানের?

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টেস্ট এবং T20 থেকে অবসর নেওয়ার পর রোহিতের বর্তমানে কোনও ব্যস্ততা না থাকলেও এই সিনিয়র ব্যাটার নভেম্বরে ODI সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় সফর করতে পারেন। এদিকে, তার আগে তিনি আগামী ৩০ সেপ্টেম্বর এবং ৩ ও ৫ অক্টোবর কানপুরে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ দলের হয়ে ৩ টি ওডি ম্যাচ খেলতে পারেন। এটি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে, রোহিতের সেন্টার অফ এক্সিলেন্সে প্রশিক্ষণের জন্য আরও কয়েকদিন থাকার সম্ভাবনা রয়েছে।