বিশ্বকাপে কোহলি ওপেন করছেন না? দ্রাবিড়, আগরকরের সাথে বৈঠক নিয়ে বিস্ফোরক রোহিত

Published On:

বাংলা হান্ট ডেস্ক : গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, বিশ্বকাপের আগে একপ্রস্থ বৈঠক সেরেছেন অধিনায়ক রোহিত, কোচ রাহুল এবং নির্বাচকমণ্ডলীর প্রধান। সেই বৈঠকে চলেছে নানা আলোচনা। ইতিমধ্যেই বিশ্বকাপের (T 20 World Cup) জন্য ১০টি নামও বাছাই করা হয়ে গেছে। আর এবার খবর, এমন কোনও বৈঠকই নাকি হয়নি। গোটা বিষয়টাকেই সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন রোহিত শর্মা (Rohit Sharma)।

গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, আসন্ন টুর্নামেন্টকে নিয়ে একপ্রস্থ বৈঠক সেরে ফেলেছেন রোহিত, রাহল এবং অজিত আগেরকার। সেই বৈঠকে বিরাটও উপস্থিত ছিলেন বলে দাবি। আর এবার সেই দাবিকে সম্পূর্ণভাবে খারিজ করে দিলেন রোহিত শর্মা। সম্প্রতি মাইকেল ভন এবং অ্যাডাম গিলক্রিস্টের পডকাস্টে রোহিত জানান, এমন কোনও বৈঠকই নাকি হয়নি।

এইদিন রোহিত বলেন, “আমার সঙ্গে কারও দেখা হয়নি। অজিত আগরকর শুনেছি দুবাইয়ের কোথায় রয়েছে। সেখানে গল্‌ফ খেলছে। রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে বসে নিজের ছেলেদের খেলা দেখছে। সত্যি বলছি, আমার সঙ্গে কেউ দেখা করেনি।” একই সাথে রোহিত এটাও জানিয়েছেন যে, সরাসরি না শুনে কোনো কথাই বিশ্বাস করা উচিত নয়।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশ, সবুজ সাথীর সাইকেল বিক্রি হচ্ছে পড়শি দেশে! ভিডিও ঘিরে বিতর্ক

image 20240416 185622 0000

অধিনায়কের কথায়, ‘এখনকার আধুনিক সময়ে যদি আমার বা রাহুল বা অজিতের মুখ থেকে না শোনেন, অথবা বোর্ডের কেউ যদি ক্যামেরার সামনে না বলেন, তা হলে কোনও কথাই বিশ্বাস করা উচিত নয়। সেগুলো সবই ভুয়ো।’ উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, আসন্ন বিশ্বকাপে ওপেনিং করতে পারেন বিরাট কোহলি। এছাড়াও বিশ্বকাপের জন্য উঠে এসেছিল হার্দিক পান্ডিয়ার নাম। তবে রোহিতের এই বক্তব্যের পর কার্যত সমস্ত দাবিতেই জল পড়ে গেল।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X