শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ছন্দে ওপেনার রোহিত! নিজের রেকর্ড নিজেই ভাঙলেন হিটম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: স্বমহিমায় ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২২ সালটা একেবারেই ভালো কাটেনি হিটম্যানের। ব্যাট হাতে ছন্দহীন এবং অধিনায়ক হিসেবে এশিয়া কাপ (Asia Cup 2022) ও টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup 2022) ব্যর্থতার কারণে অত্যন্ত বেশি সমালোচিত হয়েছিলেন তিনি। সেই সঙ্গে চোট আঘাত ও তাকে অত্যন্ত বেশি ভুগিয়েছিল। কিন্তু আজ আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে (India vs Sri Lanka) তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে রোহিত শর্মা বুঝিয়ে দিলেন যে তিনি শুধুমাত্র কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন, আর সে তার মানে এই নয় যে তিনি খেলতে ভুলে গিয়েছেন।

এর আগে ওডিআই ক্রিকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দশ ওভারের পাওয়ার প্লে-তে তার সর্বোচ্চ স্কোর ছিল ৪৩। আজ নিজের সেই রেকর্ড ভেঙে পাওয়ার প্লে-তে ৪৪ রান তুলেছেন হিটম্যান। বর্ষাপাড়ার ব্যাটিং সহায়ক উইকেটে তিনি অতিরিক্ত আক্রমণ করেননি। বরং নিজের স্বাভাবিক ছন্দে খেলে গিয়েছেন এবং রান এসেছে নিজের আপন ছন্দে। যদিও সামগ্রিকভাবে প্রথম ১০ ওভারে পাওয়ার প্লে-তে ওপেনের রোহিতের সর্বোচ্চ স্কোর হল ৪৬। সেটি এসেছিল গত বছরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

rohit sharma 50

আজ টসে জিতে শ্রীলঙ্কার রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তাতে কোনরকম অসুবিধার সম্মুখীন হয়নি ভারত। রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে নামাশুভমান নিজের পঞ্চম ওডিআই অর্ধশতরানটি পেয়েছেন এবং রোহিত প্রতিবেদনটি লেখার সময় ৬৭ বলে ৮৩ রান করে বোল্ড হয়েছেন আজই ওডিআই অভিষেক করা মধুশঙ্কার বলে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচে অর্ধশতরান করার পর আবার হাফ-সেঞ্চুরি করলেন তিনি

আন্তর্জাতিক ওডিআই ম্যাচে এটা ছিল রোহিত শর্মার ৪৭ তম ওডিআই অর্ধশতরান। এর আগে ২০১৮ সালে আসামের বর্ষাপাড়া স্টেডিয়ামে তিনি শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আজ শতরান না পেলেও যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন ভারতীয় অধিনায়ক।

প্রতিবেদনটি লেখার সময় ২৫ ওভারে দুই উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৮৫। অসাধারণ ছন্দে ব্যাটিং শুরু করেছেন বিরাট কোহলি এবং তার সঙ্গে এসে যোগ দিয়েছেন ফর্মে থাকা শ্রেয়স আইয়ার। ৩৫০-এর ওপর রান তুলতে না পারলে হতাশই হবেন ভারতীয় সমর্থকরা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর