নড়বড়ে ওয়েস্ট ইন্ডিজকে পেয়েই চাঙ্গা রোহিত! শতরান করেও হতে হলো সমালোচনার শিকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রানে ফিরলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)! আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে নিজের দশম শতরান তুলে নিলেন হিটম্যান। এর আগে ২০২৩ সালেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে আয়োজিত বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম টেস্টে শতরানের পেয়েছিলেন হিটম্যান। কিন্তু তারপর থেকেই যেন নিজের ছন্দ হারিয়ে বসেছিলেন রোহিত।

আজ ৯ টি চার ও ২ টি ছক্কা সহ ২২০ বল খেলে নিজের দশম টেস্ট শতরান সম্পূর্ণ করেন রোহিত। কিন্তু এই দুর্দান্ত ইনিংসের পরেই সমালোচকরা তাকে টার্গেট করেছেন এবং তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ করেছেন। কেন তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই ইনিংস খেলতে পারেননি সেই নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তবে শতরান সম্পূর্ণ করার ওভারেই তিনি উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সর্বোচ্চ রান করা অ্যালিক অ্যাথিনাজের শিকার হয়ে ব্যক্তিগত ১০৩ রানের স্কোরে ড্রেসিংরুমে ফিরেছেন।

আজ অবশ্য রোহিত একা নন, নিজের অভিষেক টেস্ট ম্যাচ খেলতে নেমে শতরান করেছেন তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালও। শতরান পূরণ করতে ২১৫ বল সময় নিয়েছেন যশস্বী। শতরান করার পরে উল্লাসে ফেটে পড়েন তিনি। ১৬ তম ভারতীয় ক্রিকেটার এবং তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে নিজের প্রথম টেস্টেই শতরানের দেখা পেলেন তিনি। সেই সঙ্গে প্রথম ভারতীয় ওপেনার হিসেবে বিদেশের মাটিতে নিজের প্রথম টেস্ট খেলতে নেমে শতরানের দেখা পাওয়া ভারতীয় হয়ে গেলেন তিনি।

yashasvi jaiswal debut 100

তার আগে ১৬ জন ভারতীয় ক্রিকেটারের নিজেদের প্রথম টেস্ট ম্যাচ খেলতে নেমে শতরানের দেখা পেয়েছিলেন। শেষবার দেশের মাটিতে কানপুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন শ্রেয়স আইয়ার। যশস্বী ১৭ তম ভারতীয় ক্রিকেটার হিসাবে নিজের অভিষেক টেস্ট ম্যাচে শতরানের দেখা পেলেন।

অফসাইডে স্পিনার এবং পেসার উভয়ের বিরুদ্ধে আজ এবং গতকাল যশস্বীর খেলা আগ্রাসী শটগুলি ক্রিকেট অনুরাগীদের মনে ছাপা হয়ে থাকবে অনেক দিন। যদিও প্রতিপক্ষ হিসেবে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ অনেকটাই দুর্বল। কিন্তু উল্টো দিকে থাকা রোহিত শর্মা তাদের কয়েকটি সুযোগ দিলেও যশস্বী কোনও সুযোগ ক্যারিবিয়ান বোলারদের এই দুদিনে দেননি বললেই চলে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর