প্রথমবারের জন্য টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারতীয় দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে 5-0 তে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। আর তারপরই ভারতীয় দল পেল জোর ধাক্কা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টিটোয়েন্টি ম্যাচ চলাকালীন চোট পান রোহিত শর্মা সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। জানা গেছে সেই চোটের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাকি সিরিজ গুলিতে আর খেলবেন না রোহিত শর্মা।
বিরাট কোহলি না খেলায় রবিবার তিন নম্বরে ব্যাটিং করতে আসেন রোহিত শর্মা। ব্যাটিং করতে এছে কাপ মাসেলে চোট পান তিনি। সঙ্গে সঙ্গে মাঝপথে রিটায়ার্ড হার্ট নিয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। তারপর আর ফিল্ডিং করতেও আসেন নি রোহিত। বিরাট কোহলি না খেলায় এইদিন অধিনায়কত্বের দায়িত্ব ছিল রোহিত শর্মার কাঁদে। কিন্তু তিনিও চোট পেয়ে বাইরে বেরিয়ে যান ফলে ভারতীয় দলের অধিনায়কত্ব সামলান কে এল রাহুল এবং তিনি খুব সুন্দরভাবে ম্যাচ পরিচালনা করে জয় এনে দেয় ভারতকে।
বিসিসিআই সূত্রে জানানো হয়েছে রোহিতের চোট গুরুতর। ইতিমধ্যে চিকিৎসা চালানো হচ্ছে কিন্তু এই মুহূর্তে রোহিতের শরীরের যা অবস্থা তাতে আসন্ন ওয়ানডে সিরিজে রোহিতের খেলার কোনো সম্ভাবনা নেই। এমনকি টেস্ট সিরিজ থেকেও তিনি ছিটকে যেতে পারেন অর্থাৎ এর থেকে এটাই বোঝা যাচ্ছে নিউজিল্যান্ড সফর থেকে পুরোপুরিভাবে ছিটকে যেতে চলেছেন রোহিত শর্মা। তার পরিবর্তে শুভমান গিল অথবা মায়াঙ্ক আগরওয়ালকে আনা হতে পারে দলের ওপেনার হিসাবে।