সৌরভের ঘরে রোহিতের ভারতের ইতিহাস! প্রোটিয়া বধ করা মাত্র মহারাজের রেকর্ড ছুঁলেন হিটম্যান

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ দুর্দান্ত বিরাট কোহলি (Virat Kohli), অনবদ্য রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), সবমিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) দুরন্ত জয় ভারতীয় দলের (Indian Cricket Team)। টানা ৮ ম্যাচে ৮ জয় নিয়ে দুরন্ত ছন্দে এগিয়ে চলেছে রোহিত শর্মার (Rohit Sharma) বিজয়রথ। ভারতীয় দলকে আদেও কি থামানো সম্ভব? এই প্রশ্নই এখন তাড়া করে বেড়াচ্ছে ক্রিকেটপ্রেমীদের।

আজ ভারত ম্যাচ জিততেই একটি বিশেষ মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান নিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪০ রানের একটি আগ্রাসী ইনিংস খেলে ভারতের বড় রানের ভিত গড়ে দিয়ে গিয়েছিলেন। ভারতের ৩২৬ রান অবধি পৌঁছতে পারার একটি বড় কারণ ছিল সেই ইনিংসটি।

এরপর রোহিত শর্মা বোলিংয়ের সময় সঠিকভাবে নিজের বোলারদের রোটেট করেন। আর ফাস্ট বোলার থেকে শুরু করে স্পিনার, প্রত্যেকেই ছিলেন দুরন্ত ফর্মে। ফলস্বরূপ মাত্র ৮৯ রানের মধ্যে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। রবীন্দ্র জাদেজা এবং বিরাট কোহলি আজকের জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন।

2023 kohli jadeja

এই নিয়ে চলতি বিশ্বকাপে টানা ৮ ম্যাচ জিতলো অধিনায়ক রোহিতের দল। এটি ভারতীয় দলের এক বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড। এই রেকর্ডটি এতদিন এককভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের ছিল ২০০৩ সালে। আজ সেই রেকর্ড ছুঁয়ে ফেললো এই ভারতীয় দল।

আরও পড়ুন: কোহলির শতরানের পর জাদেজার ফাইফার! দক্ষিণ আফ্রিকাকে দুমড়ে ঐতিহাসিক জয় রোহিতের ভারতের

এরপর ভারতীয় দলের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে ভারত যদি জয় পায় তাহলে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় দলের রেকর্ড ভেঙে দেবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এর আগে কোনওদিনও একটি বিশ্বকাপে টানা নয় ম্যাচ অপরাজিত থাকেনি ভারত।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর