বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কাল ভারতের ব্যাটিংয়ের টপ অর্ডার চূড়ান্ত হতাশ করেছে। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলির (Virat Kohli) ওপর অনেক প্রত্যাশা ছিল ভারতীয় সমর্থকদের। বিশেষ করে ট্র্যাভিস হেড (Travis Head) ও স্টিভ স্মিথের (Steve Smith) ব্যাটিং দেখার পর অনেকেই আশা করেছিলেন যে ব্যাটিং খুব একটা কঠিন হবে না এই পিচে। কিন্তু ভারতীয় দলের টপ অর্ডার সেই ভুল ধারণা ভাঙতে বেশি সময় নেয়নি।
ট্র্যাভিস হেডের পর অস্ট্রেলিয়ার বিগ ম্যাচ প্লেয়ার স্টিভ স্মিথ কাল নিজের শতরান পূর্ণ করেছেন। অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের ইনিংসটি প্রথম দিন গড়েছিলেন তিনি এবং ৯৫ রানে অপরাজিত ছিলেন। কাল অবশ্য শুরু থেকেই ভারতীয় বোলারদের আক্রমণ করেছেন স্মিথ। শার্দূল ঠাকুরের বলে আউট হওয়ার আগে পর্যন্ত ২৬৮ বলে ১২১ রানের ইনিংস খেলেছেন।
গতকাল সৌরভ গঙ্গোপাধ্যায় সরাসরি না হলেও রোহিত শর্মার সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন। প্রাক্তন ভারত অধিনায়ক বলতে চেয়েছিলেন যে রবি অশ্বিনের মতো বৈচিত্রপূর্ণ বোলারকে এই ফাইনালে না খেলিয়ে হয়তো রোহিত শর্মা একটু ভুল করে ফেলেছেন। অস্ট্রেলিয়ার একাদশে ছিল তিনজন বাঁ-হাতি ব্যাটার। প্রথমজনকে সিরাজ ভয়ংকর হতে দেননি। শেষজন অর্থাৎ অ্যালেক্স ক্যারি প্রতিবেদনটি লেখার সময় ক্রিজেই রয়েছেন, আর মাঝের জন অৰ্থাৎ হেড মহম্মদ সিরাজের বলে আউট হওয়ার আগে ১৭৪ বলে ১৬৩ রানের মারাত্মক আগ্রাসী একটি ইনিংস খেলে গিয়েছেন। অপর বাঁ-হাতি অ্যালেক্স ক্যারি ৪৮ রানের একটি ইনিংস খেলে গিয়েছেন। অশ্বিন থাকলে ৩ জনকেই বাড়তি সমস্যায় ফেলতে পারতেন।
রোহিত শর্মা আরেকটি বড় ভুল যেটা করেছেন সেটা হল ওভালের পিচের চরিত্র বুঝতে না পারা। অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে তিনি নিমন্ত্রণ পাঠিয়েছিলেন। কিন্তু ভারতীয় বোলাররা প্রথম ১০-১২ ওভারের পর আর খুব বেশি সহায়তা পাননি পরিবেশের থেকে। ওভাল হলো ইংল্যান্ডের সবচেয়ে ব্যাটিং সহায়ক উইকেট। সেখানে ভালো পিছে অস্ট্রেলিয়াকে ব্যাটের সুযোগ করতে দিয়ে ভারতীয় দলের ওপর অতিরিক্ত চাপ বাড়িয়েছেন রোহিত।
দ্বিতীয় দিনের শেষে অজিঙ্কা রাহানে এবং আউট হয়ে যাওয়া জাদেজার লড়াইয়ে ভর করে ভারত ম্যাচে টিকে রয়েছে। ১৫১ রানের স্কোর তুলেছে তারা ৫ উইকেট হারিয়ে। ম্যাচের তৃতীয় দিনে রাহানের ব্যাট তাদের উদ্ধার করতে পারবে কিনা সেই প্রশ্নের জবাব পেতে অপেক্ষা আরও কয়েক ঘন্টার।