করোনা যোদ্ধাদের পাশে রোহিত শেট্টি, কর্মরত পুলিসকর্মীদের সারাদিনের খাবারের দায়িত্ব নিলেন পরিচালক

বাংলাহান্ট ডেস্ক: কর্মরত পুলিসকর্মীদের (police) সারাদিনের খাবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন বলিউড (Bollywood) পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে মোট আটটি হোটেলে পুলিসকর্মীদের খাওয়ার ব‍্যবস্থা করেছেন তিনি। কর্মরত অবস্থায় এখানে যেকোনও সময়েই খাবার পাবেন পুলিসকর্মীরা। আর সেই সব খরচ বহন করবেন রোহিত শেট্টি।
চিন, ইতালি, ইরান পেরিয়ে ভারতেও হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। আর তার ভয়াবহতা থেকে বাঁচতে আঁটঘাট বেঁধে তৈরি কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারগুলি।
প্রথম দফায় ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষনা হয় ভারতে। তারপর দ্বিতীয় দফায় তা বাড়িয়ে ৩রা মে করা হয়েছে। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। খোলা শুধু মাত্র জরুরি পরিষেবা। পুলিস, চিকিৎসক, স্বাস্থ‍্যকর্মীরা নেতৃত্ব দিচ্ছেন করোনা যুদ্ধে। সাধারন মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে ও তাদের রক্ষা করতে দিন রাত এক করে খাটছেন পুলিসকর্মীরা।

making golmaal films is my duty rohit shetty 2019 07 20

তাই এবার তাদের সাহায‍্যের জন‍্য, তাদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছেন পরিচালক রোহিত শেট্টি। জানা গিয়েছে মুম্বইয়ের মোট আটটি হোটেলে পুলিসকর্মীদের তিন বেলার খাবারের ব‍্যবস্থা করেছেন তিনি। এর জন‍্য মুম্বই পুলিসের পক্ষ থেকে ধন‍্যবাদও জানানো হয় পরিচালককে।
মুম্বই পুলিসের টুইটার হ‍্যান্ডেল থেকে রোহিত শেট্টিকে ধন‍্যবাদ জানিয়ে লেখা হয়, ‘কর্মরত করোনা যোদ্ধাদের খাওয়া ও বিশ্রামের জন‍্য মুম্বইয়ের ৮টি হোটেলে ব‍ন্দোবস্ত করে দিয়েছেন রোহিত শেট্টি। ওনার এই মহৎ কাজের জন‍্য আমরা কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, পুলিসের সঙ্গে রোহিত শেট্টির হৃদ‍্যতা দীর্ঘদিনের। পুলিস সিরিজে তাঁর বেশ কয়েকটি ছবি রয়েছে যা রীতিমতো হিট। এই তালিকায় রয়েছে সিংঘম, সিম্বা, সিংঘম রিটার্নসের মতো ছবি। লকডাউনের পর খুব শীঘ্রই মুক্তি পাবে সূর্যবংশী।

Niranjana Nag

সম্পর্কিত খবর