উন্নত হল পাকিস্তানের রেল, এবার সরাসরি ট্রেন যাচ্ছে লস অ্যাঞ্জেলেস! ভাইরাল হল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ ভিখারি হওয়ার অন্তিম পর্যায়ে চলে যাওয়া পাকিস্তানের ট্রেন এবার সোজাসুজি লস অ্যাঞ্জেলেস পর্যন্ত যাচ্ছে। বিশ্বাস করছেন না? বিশ্বাস না হওয়ারই কথা। কিন্তু আপনাকে বিশ্বাস তো করতেই হবে। কারণ ভিডিওতে দেখা যাচ্ছে যে, পাকিস্তানের লোকাল ট্রেন সরাসরি লস অ্যাঞ্জেলেসে যাচ্ছে। পাকিস্তান বলেই এটা সম্ভব। আসলে, কাঙাল পাকিস্তান রেলওয়ের একটি ভুলের কারণে এখন গোটা বিশ্বের কাছে আবারও হাসির পাত্র হয়ে গেলো পাকিস্তান। প্রসঙ্গত, পাকিস্তান রেলওয়ের ডিসপ্লে বোর্ডে ভুল তথ্য দেওয়া হচ্ছে। ট্রেন কোথায় যাচ্ছে সেটা না দেখিয়ে একবারে লস অ্যাঞ্জেলেস দেখানো হচ্ছে। আর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

Opera Snapshot 2019 10 05 173902 www.youtube.com

আরে সবথেকে বড় ব্যাপার হল, পাকিস্তান রেলওয়ের এই ভুল কাজের নিন্দা না করে, পাকিস্তান রেল মন্ত্রী শেখ রশিদ বলেছেন যে, আগামী দিনে আমরা পাকিস্তান থেকে আমেরিকার লস অ্যাঞ্জেলেস পর্যন্ত ট্রেন চালাব ইনশাল্লাহ। পাকিস্তানের রেল মন্ত্রীর এই বয়ানের পর পাকিস্তান রেলওয়ের করুন অবস্থা কি, সেটা সবাই জানতে পেরে গেছে।

https://www.facebook.com/ilovedimbhat/videos/378433993042875/

ওই ভিডিওতে এক ব্যাক্তিকে বলতে শোনা যাচ্ছে যে, ‘পাকিস্তান রেলওয়ে অনেক উন্নত হয়ে গেছে। আর ট্রেনে বসা যাত্রীরা ভিসা, পাসপোর্ট ছাড়াই আমেরিকা যাচ্ছে।” এই ভিডিও বানানোর সময় সবাই যেমন হেসেছে, তেমন পাকিস্তানের রেলওয়ের এই করুন দশা নিয়ে পাকিস্তানিদের করা কটাক্ষও দেখা গেছে। এবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। এবং পাকিস্তান তথা পাকিস্তানের রেলওয়ের মজাও নিচ্ছে সবাই। এই ভিডিও ডিম্ভাত নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এই ভিডিওর সত্যতা আমাদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। 

Koushik Dutta

সম্পর্কিত খবর