শর্তসাপেক্ষে অনুমতি, পুজোর আগেই খুলছে রুফটপ রেস্তোরাঁ, কী কী নিষেধাজ্ঞা চাপল?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বড়বাজারের মেছুয়াবাজার অগ্নিকাণ্ডের পর থেকেই নড়েচড়ে বসেছিল প্রশাসন। রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) সমস্ত বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। এবার এ বিষয়ে এল নয়া আপডেট। পুজোর আগেই ফের খুলে যাবে রুফটপ রেস্তোরাঁগুলি (Rooftop Restaurant)। তবে রয়েছে কিছু শর্তাবলী।

শর্ত মেনে রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) খোলার অনুমতি

এদিন সাংবাদিক সম্মেলনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ১৫ ই সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত রুফটপ রেস্তোরাঁগুলি খুলতে পারবেন মালিকরা। তবে একটি শর্ত রয়েছে। আর তা হল রেস্তোরাঁগুলির (Rooftop Restaurant) মালিকদের মুচলেকা দিতে হবে যে কলকাতা পুরসভার নির্দেশিত এসওপি তাঁরা পালন করবে। রেস্তোরাঁ খোলার আগেই জমা দিতে হবে এই মুচলেকা।

Rooftop restaurant opening with some clauses

কী নির্দেশ মানতে হবে: কী বলা হয়েছে পুরসভার নির্দেশে? বলা হয়েছে, যেকোনো কমার্শিয়াল এবং নন কমার্শিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে রুফটপের রাস্তার সামনের দিকে অর্ধেকটা অংশ ফাঁকা রাখতে হবে। যে রুফটপ রেস্তোরাঁগুলি (Rooftop Restaurant) রয়েছে সেগুলিতে সামনের দিকে ৫০ শতাংশ ছাড় দিতে হবে আর বাকি ৫০ শতাংশ জায়গায় করা যাবে রেস্তোরাঁ। পাশাপাশি সিঁড়ি খালি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রয়োজনে মানুষকে উদ্ধারের সময় কোনও বাধার মুখে পড়তে না হয়।

আরও পড়ুন : নির্বাচনী কাজেই ব্যয় ২৫ লক্ষ! প্রাইমারি শিক্ষক জীবনকৃষ্ণের খরচের বহর দেখে হতবাক ED

দিতে হবে মুচলেকা: পুরসভার নির্দেশিকায় আরও বলা হয়েছে, সমস্ত নন রেসিডেন্সিয়াল এলাকাগুলিতে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁতে (Rooftop Restaurant) অডিট করে ফায়ার লাইসেন্স রিনিউ করতে হবে। রুফটপে যদি রেস্তোরাঁ খোলা হয় তবে সেখানে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সাফ নিষেধাজ্ঞা রয়েছে। ব্যবহার করতে হবে ইলেকট্রিকের সরঞ্জাম। এদিনের সাংবাদিক সম্মেলনে মেয়র আরও জানান, এরপর একটি বিল আসবে যেখানে রুফটপ (Rooftop Restaurant) বিক্রি বন্ধ করে কমন এরিয়া করতে হবে। নতুন করে আর কোনও রুফটপ রেস্তোরাঁর অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন : ১৫০ বছরের দীর্ঘ সফর শেষ হচ্ছে! কলকাতা ট্রাম নিয়ে অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার

পুরসভা নির্দেশিত এসওপি মেনে মুচলেকা দিতে হবে। দমকল দফতর, পুরসভা এবং পুলিশ মুচলেকা দেখে সবুজ সংকেত দিলেই রুফটপ রেস্তোরাঁ স্বীকৃতি পাবে বলে জানানো হয়েছে। মুচলেকা দিয়ে রেস্তোরাঁগুলিকে জানাতে হবে আগামী তিন মাসের মধ্যে এই এসওপি তাঁরা মানবেন।