হটাৎ ফেসবুকে বিস্ফোরক পোস্ট করলেন রূপা গাঙ্গুলি, উগড়ে দিলেন ক্ষোভ

বাংলাহান্ট ডেস্কঃ প্রথম থেকেই রয়েছে তিস্তা বিশ্বাসের সমর্থনে, প্রয়াত কাউন্সিলরের স্বামীকে টিকিট না দেওয়ায় পূর্বেও সরব হয়েছিলেন। আর এবারও স্যোশাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিলেন রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। দীর্ঘ চিঠি প্রকাশ করে জানালেন নিজের ক্ষোভের কথাও।

৮৬ নম্বর ওয়ার্ডের প্রয়াত বিজেপি কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস টিকিট পাওয়ার প্রত্যাশা করলেও, তাঁকে বাদ দিয়ে রাজর্ষি লাহিড়ীকে প্রার্থী করা হয়। তিস্তা দাস বিশ্বাস দুর্ঘটনায় প্রাণ হারানোর পর স্বামী গৌরব বিশ্বাসই সেখানে বিজেপির নেতা কর্মীদের কাছের হয়ে উঠেছিলেন। কিন্তু গৌরব বিশ্বাসকে টিকিট না দেওয়ায়, দলের বিরুদ্ধে সরব হন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।

roopa rupa ganguly

পূর্বেই একবার দলের ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে কথা প্রসঙ্গে গৌরব বিশ্বাসকে প্রার্থী না করার কারণে, বৈঠক মাঝপথে রেখেই উঠে পড়েন রূপা গঙ্গোপাধ্যায়। তারপর গিয়ে ফেসবুকে করেন দীর্ঘ পোস্ট। আর সেখানেই তিনি বুঝিয়ে দেন, তিস্তা দাস বিশ্বাসের পাশেই আছেন তিনি। আর এবারেও হল তাই।

বর্তমান সময়ে রাজ্যসভার অধিবেশন চলার কারণে দিল্লীতে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায়। পূরভোটের ঠিক আগেই, সেই পুরনো ঘটনার রেশ টেনে রেখে দীর্ঘ পোস্ট করেন বিজেপি সাংসদ। তিনি লেখেন, ‘স্মৃতিপটে ২০১৫ সালের পুরসভা নির্বাচনের কথা স্মরণে আসছে। শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। আমি রাজনীতির লোক নই, আর একথা আমি স্বীকারও করছি। আর সেই কারণে দল হয়ত আমাকে সাসপেন্ড করতে পারে, শো-কজ করতে পারে। তবে দল থেকে কিন্তু বেরিয়ে যেতে বাধ্য করতে পারে না’।

https://www.facebook.com/roopa.ganguly.31/posts/10158597406428786

তিনি আরও লেখেন, ‘আমার তো আর হোর্ডিং লাগাবার মতো ক্ষমতা নেই – থাকলে তোদের দু-জনের ছবি টাঙিয়ে বলতাম- আমি তিস্তার সঙ্গে আছি, থাকব’।

Smita Hari

সম্পর্কিত খবর