বাংলাহান্ট ডেস্কঃ প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই বিজেপির (bjp) অন্দরে ক্ষোভ বিক্ষোভের সুর বেজে চলেছে। এবার দলীয় বৈঠক ছেড়ে চলে গেলেন রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)। ভার্চুয়াল বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়ে করলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট।
বিষয়টা হল, আসন্ন পুরভোট নিয়ে মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে একটি ভার্চুয়াল বৈঠকের ডাক দেওয়া হয়। আর সেই বৈঠক ছেড়েই বেরিয়ে যান বিজেপির রাজ্যসভার এই সাংসদ। তিনি রাজ্য সভাপতির কাছে প্রশ্ন করেন, তাঁকে কেন এই বৈঠকে ডাকা হয়েছে। আর তারপরই ভার্চুয়াল বৈঠক ছেড়ে বেরিয়ে যান তিনি।
শুধু তাই নয়, বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়ে তিনি কলকাতা পুরসভার বিজেপি কো অর্ডিনেটর তিস্তা বিশ্বাসের মৃত্যুর প্রসঙ্গ তুলে একটি বিস্ফোরক পোস্ট করেন। তিস্তা বিশ্বাসের মৃত্যুকে দুর্ঘটনা নয়, একটি হত্যা বলেই মনে করেন রূপা গঙ্গোপাধ্যায়।
এদিনের বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও কলকাতার দুই সাংগঠনিক জেলার সভাপতিরাও উপস্থতি ছিলেন। আর তাঁদের মধ্যে থেকেই ভার্চুয়াল সভা থেকে বেরিয়ে যান রূপা গঙ্গোপাধ্যায়।
অন্যদিকে আবার ৮৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাসের স্বামী গৌরব বিশ্বাস টিকিট পাওয়ার প্রত্যাশা করলেও, তাঁকে বাদ দিয়ে রাজর্ষি লাহিড়ীকে প্রার্থী করা হয়। তিস্তা দাস বিশ্বাস দুর্ঘটনায় প্রাণ হারানোর পর স্বামী গৌরব বিশ্বাসই সেখানে বিজেপির নেতা কর্মীদের কাছের হয়ে উঠেছিলেন। কিন্তু টিকিট না দেওয়ায় কিছুটা ক্ষিপ্ত হয়েছেন গৌরব বিশ্বাস।
বিজেপির টিকিট না পেয়ে নির্দল প্রার্থীর হয়ে নির্বাচনে অংশ নেন গৌরব বিশ্বাস। তাঁর দাবী, ‘৮৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী করা হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পুত্র সৌরভ বসুকে। তাই এখানে তাঁকে জেতানোর জন্য দলের কেউ সেদিকেই বেশি সক্রিয় থাকার কারণ আমার বদলে অন্য কাউকে প্রার্থী করা হয়েছে’।