বিরাট বাড়িতে একাকী রুক্মা, কার ছায়া দেওয়ালে! ভাইরাল গা ছমছমে নতুন সিরিয়ালের প্রোমো

বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, খুব শীঘ্রই জি বাংলায় (Zee Bangla) শেষ হতে চলেছে যমুনা ঢাকি বা কড়ি খেলা। এখনো পর্যন্ত চ‍্যানেলের তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষনা না করা হলেও প্রশ্ন উঠছিল, নতুন কোন সিরিয়াল (Bengali Serial) আসবে। অবশেষে অবসান হল অপেক্ষার। প্রকাশ‍্যে এল নতুন সিরিয়াল ‘লালকুঠি’র (Laalkuthi) প্রথম ঝলক।

প্রথম ঝলক দেখে আভাস পাওয়া যাচ্ছে, বেশ রহস‍্যে মোড়া হতে চলেছে সিরিয়ালের গল্প। তবে চমকের এখানেই শেষ নয়। নতুন সিরিয়ালের মুখ‍্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী রুক্মা রায় (Rooqma Roy)। স্টার জলসা ছেড়ে জি বাংলায় পা রাখলেন তিনি। লালকুঠিতে একরাশ রহস‍্য আর গা ছমছমে অনুভূতি উপহার দিলেন দর্শকদের।

IMG 20220405 010919
প্রথম প্রোমোতে উঠে এসেছে এক রাতের মুহূর্ত। ঝড়বৃষ্টির রাতে বিরাট বাড়িতে একাকী ঘুরে ঘুরে গান গাইছেন রুক্মা, ‘ঘুম ঘুম চাঁদ, ঝিকিমিকি তারা, এই মাধবী রাত’। লাল শাড়ি, খোঁপায় ফুল গুঁজে সেজেছেন তিনি। বাইরে বেরোনোর অপেক্ষায়। তখনি আয়নার পেছনের দেওয়ালে এক ছায়া!

IMG 20220405 010936
কে যেন বাইরে থেকে বন্ধ করে দেয় দরজা। রুক্মা দরজা ধরে টানাটানি করলে আবার আপনা থেকেই খুলে যায়। দুদ্দাড়িয়ে নীচে নামলেও মূল ফটক আর খুলতে পারেন না রুক্মা। পেছনে তখন কে যেন ধাওয়া করে আসছে। আচমকা একটি ছুরি এসে গেঁথে যায় রুক্মার ঠিক পাশের দেওয়ালে।

IMG 20220405 010951
কী রহস‍্য লুকিয়ে রয়েছে ওই বাড়িতে? কেই বা এমন ভাবে ভয় দেখাতে চাইছে রুক্মাকে, নাকি প্রাণে মারতে চাইছে? এখনো পর্যন্ত কোনো প্রশ্নেরই উত্তর মেলেনি। জানা যায়নি লালকুঠি সংক্রান্ত অন‍্য কোনো তথ‍্যই। যেমন রুক্মা ছাড়া আর কোন অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে এই সিরিয়ালে। কোন সময়েই বা সম্প্রচারিত হবে নতুন সিরিয়াল, কিছুই ঘোষনা হয়নি চ‍্যানেলের তরফে।

https://www.instagram.com/tv/Cb7xUACKgDC/?utm_medium=copy_link

তবে প্রথম প্রোমো আর রুক্মাকে নায়িকা হিসাবে দেখে নেটিজেনরা দারুন খুশি। কমেন্ট বক্সেই উপচে পড়েছে উচ্ছ্বাস। দেশের মাটি তড়িঘড়ি শেষ হয়ে যাওয়ার পর মুষড়ে পড়েছিলেন মাম্পির ভক্তরা। খড়কুটোতেও আর দেখা যাচ্ছে না তিন্নি দিদিকে। এবার গোটা সিরিয়াল জুড়েই শুধু রুক্মার রাজ। লালকুঠি শুরু হওয়ার জন‍্য আর অপেক্ষাই করতে পারছেন না নেটনাগরিকরা।


Niranjana Nag

সম্পর্কিত খবর