অভিনয় ছেড়ে পাকাপাকি বিদেশে সেটল, দীপাবলিতেই মা হওয়ার সুখবর দিলেন ‘উষসী’ রুশা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে পরপর সুখবর। বছর দুই আগে অভিনয়, খ্যাতিকে বিদায় জানিয়ে সাদাসিধে জীবন বেছে নিয়েছিলেন অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)। টেলিভিশনে অভিনেত্রী হিসেবে খ্যাতি পেলেও একসময় সবকিছু ছেড়েছুড়ে হঠাৎ করেই বিয়ের ঘোষণা করেছিলেন তিনি। হাবড়ার বাসিন্দা অনুরণ রায়চৌধুরীকে বিয়ে করে দেশ ছেড়েই চলে যান তিনি। এবার মা হওয়ার সুখবর দিলেন রুশা (Roosha Chatterjee)।

মা হলেন রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee)

২০২৩ এর শুরুর দিকেই বিয়ে সেরে নিয়েছিলেন রুশা চট্টোপাধ্যায়। অভিনয় জগতের কাউকে নয়, বরং সম্পূর্ণ ভিন্ন পেশার একজনকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেন তিনি। এবার দীপাবলির শুভ সময়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখার সুখবরও দিলেন রুশা (Roosha Chatterjee)।

Roosha chatterjee became a mother

প্রকাশ্যে আনলেন মেয়েকে: সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। কন্যা সন্তানের মা হয়েছেন তিনি। মেয়েকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন রুশা। নিজের এবং স্বামী অনুরণের নাম যোগ করে মেয়ের নাম রেখেছেন তিনি, অনুষা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমাদের অনুষার তরফ থেকে আপনাদের দীপাবলির শুভেচ্ছা’।

আরও পড়ুন : শ্রীময়ীই শুরু করেন পুজো, কৃষভিকে গর্ভে নিয়েও করেছিলেন আয়োজন, এবার কাঞ্চনের বাড়ির কালীপুজোয় কী প্ল্যান?

শুভেচ্ছা পাঠিয়েছেন অনুরাগীরা: কবে মা হয়েছেন রুশা (Roosha Chatterjee), সে খবর অবশ্য প্রকাশ্যে আনেননি তিনি। তবে ছোট্ট অনুষাকে দেখে অনেকে মনে করছেন, খুব বেশিদিন হয়নি সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। জীবনের এই নতুন অধ্যায়ের খবর ভাগ করে নিতেই শুভেচ্ছায় ভেসেছেন রুশা।

আরও পড়ুন : পুজোর রাতে শোনা যায় মায়ের নূপুর ধ্বনি! গায়ে কাঁটা দেবে রায়গঞ্জের ৫০০ বছরের প্রাচীন কালীপুজোর ইতিহাস

প্রসঙ্গত, ছোটপর্দার খুবই জনপ্রিয় মুখ ছিলেন রুশা। খুব বেশি সিরিয়ালে কাজ না করলেও দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে হঠাৎ করেই সেসব ছেড়ে বিয়ের সিদ্ধান্ত নেন রুশা (Roosha Chatterjee)। তাঁর স্বামীকে নিয়ে একসময় ট্রোলও কম হয়নি। তবে সেসব বিতর্ক সমালোচনা এখন অতীত। নেতিবাচকতা পিছনে ফেলে স্বামী সন্তান নিয়ে দিব্যি সুখে সংসার করছেন রুশা।