রোজভ্যালি মামলায় খোদ বিচারপতিরই কমিটির বিরুদ্ধে ফরেন্সিক অডিট! সেবিকে বড় নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের

Published on:

Published on:

calcutta high court(44)

বাংলা হান্ট ডেস্কঃ রোজ়ভ্যালি মামলায় (Rose Valley Case) অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন অ্যাসেটস ডিজ়পোজ়াল কমিটির (এডিসি) বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার সেবিকে ফরেন্সিক অডিট করানোর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। উল্লেখ্য, রোজভ্যালিতে আমানত করে প্রতারিতদের টাকা ফেরাতে এই কমিটি গঠন করা হয়েছিল।

রোজভ্যালির মামলায় বড় নির্দেশ হাইকোর্টের | Calcutta High Court

শুক্রবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ সেবিকে একাধিক নির্দেশ দিয়েছে। ইতিমধ্যেই এই মামলায় সিবিআই, ইডি তদন্ত করছে। কিন্তু তার কোনও ফরেন্সিক অডিট হচ্ছে না। এই অবস্থায় সেবিকেই দায়িত্ব নেওয়ার কথা বলে ফরেন্সিক অডিট করানোর নির্দেশ দেয় হাইকোর্ট।

আদালতের নির্দেশ, রোজভ্যালির ১০টি সম্পত্তি বিক্রি সংক্রান্ত রিপোর্ট জমা করতে হবে, যেখানে বাজারদরের তুলনায় কত বেশি বা কম দাম ধরা হয়েছে, কত দামে সম্পত্তি বিক্রি হয়েছে, সেই সমস্ত তথ্যের উল্লেখ থাকবে। রোজভ্যালির যাবতীয় হিসাবের বৈধতা বিচার করে ফরেন্সিক অডিটের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সেবিকে হাইকোর্টের আরও নির্দেশ, চকোলেট গ্রুপ থেকে কী করে এডিসি টাকা নিল সেই হিসাব ও বৈধতা সংক্রান্ত রিপোর্ট দিতে হবে। পাল্টা সেবিকে দিয়ে এই রিপোর্ট করানো নিয়ে এডিসির আইনজীবী আপত্তি জানিয়ে বলেন, যে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দিয়ে অডিট করাতে পারে তবে সেবি অ্যাকাউন্টসের বিষয়ে বিশেষজ্ঞ নয়।

calcutta high court

হাইকোর্টের পর্যবেক্ষণ, অ্যাকাউন্টসের বিষয়ে সেবি-র স্পেশ্যাল উইং আছে। সিবিআই, ইডি তাদের তদন্ত করছে কিন্তু তার মধ্যে ফরেন্সিক অডিট নেই বলে মানুষের মনে ধারণা তৈরি হচ্ছে। এরপর সেবিকেই দায়িত্ব দেয় হাইকোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: আগেই খুইয়েছেন চাকরি, চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি-র কর্মীদের ভাতা মামলার আরও বড় ঝটকা দিল হাইকোর্ট

এর আগে এই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, রোজ়ভ্যালির সব সম্পত্তি আদালতের হেফাজতে রয়েছে। হাইকোর্টের নির্দেশেই এডিসি তৈরি হয়েছে, যা আদালতের অঙ্গ হিসেবে কাজ করছে। তারা কিছু করলে সেই দায় আদালতের উপরেও আসবে।