শ্রাবন্তী মত্ত চতুর্থ প্রেমিকে, অভিনেত্রীর বিরহে হাতে মদের বোতল নিয়ে দেবদাস হলেন রোশন!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় ও রাজনৈতিক কেরিয়ারের থেকে বেশি বিয়ে ও বিচ্ছেদ নিয়েই চর্চায় থাকেন অভিনেত্রী শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee)। আপাতত তৃতীয় স্বামী রোশন সিংয়ের (roshan singh) সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে ব‍্যস্ত শ্রাবন্তী। এরই মাঝে শোনা যাচ্ছে চতুর্থ বারের জন‍্য প্রেমে পড়েছেন তিনি।

তৃতীয় বার গোপনে রোশনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। দাম্পত‍্য জীবনের দু বছর কাটতে না কাটতেই প্রকাশ‍্যে আসে দুজনের বিবাদ। তাও রোশন আদালতে গিয়ে জানিয়েছেন শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চান তিনি। কিন্তু অভিনেত্রীর সম্ভবত অন‍্য পরিকল্পনা রয়েছে। কারণ ইতিমধ‍্যেই চতুর্থ প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে সময় কাটতে শুরু করেছেন তিনি।


এসবের জেরেই কি এবার দেবদাস হতে বসলেন রোশন? আসলে সম্প্রতি নিজের ইনস্টা স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে তাঁর এক হাতে জড়ানো ফুলের গজরা ও অপর হাতে একটি মদের বোতল। পানীয়ের বোতলের দিকে তাকিয়ে হাতে জড়ানো ফুলের গন্ধ শুঁকছেন রোশন। আর এই দেখেই নেটিজেনদের একাংশের কটাক্ষ, শ্রাবন্তীর বিরহে দেবদাস হতে বসেছেন রোশন।


এছাড়াও আরো একটি স্টোরি পোস্ট করেছেন রোশন। সেই ছবিতে দেখা যাচ্ছে, একটি কন্ডোমের মধ‍্যে রয়েছে একটি ছোট্ট হৃদয়। কন্ডোমটি এক পুরুষ দিচ্ছেন এক নারীকে। ছবিতে লেখা ‘গভীর অর্থ রয়েছে এই ছবিতে’। ছবিটির আক্ষরিক অর্থ, যৌনতার মধ‍্যে দিয়ে নিজের হৃদয় নারীকে দিচ্ছেন পুরুষ। নিন্দুকদের প্রশ্ন, এই ছবিটির মধ‍্যে দিয়ে পরোক্ষে শ্রাবন্তীকেই কটাক্ষ করলেন রোশন?


এখন চতুর্থ প্রেমিক অভিরূপেই বুঁদ হয়ে রয়েছেন শ্রাবন্তী। চতুর্থ প্রেমিকের নাম অভিরূপ নাগ চৌধুরী। পেশায় ব‍্যবসায়ী তিনি। শ্রাবন্তীর অভিজাত অ্যাপার্টমেন্টেই নাকি থাকেন তিনি। তবে তাঁর টাওয়ার আলাদা। এপ্রিল নাগাদ নাকি সম্পর্কের এক মাস পূর্ণ পূর্তিও একসঙ্গে সেলিব্রেট করেন দুজন। শোনা যাচ্ছিল সম্প্রতি প্রেমিকের সঙ্গে পাহাড়ে ঘুরেও এসেছেন শ্রাবন্তী। ইতিমধ‍্যেই অভিরূপকে একটি হীরের আংটি উপহার দিয়েছেন অভিনেত্রী। পরিবারের সঙ্গে মিলে সেলিব্রেট করেছেন তাঁর জন্মদিনও।

X