আইনি বিয়ে সেরেছেন আগেই, এবার রাসমণির সেটে কবজি ডুবিয়ে আইবুড়োভাত খেলেন রোশনি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আংটি বদল, আইনি বিয়ে সবই মিটে গিয়েছে, এবার পালা সামাজিক বিয়ের। তার আগে জমিয়ে আইবুড়োভাত খেলেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (roshni bhattacharya)। সিরিয়ালপ্রেমীদের কাছে অবশ‍্য তিনি ‘জগদম্বা’ নামেই বেশি পরিচিত। ‘করুণাময়ী রাণী রাসমণি উত্তর পর্ব’এ রাণীর ছোট মেয়ের চরিত্রে অভিনয় করছেন তিনি।

দূর্গাপুজোর অষ্টমীর দিন আইনি বিয়ে ও মালাবদল সেরেছিলেন রোশনি। তার আগেই মিটেছে বাগদান পর্ব। চলতি বছরেই নাকি ঘটা করে সামাজিক বিয়েটাও সেরে ফেলবেন তিনি। তার আগে রাসমণির শুটিংয়ের ফাঁকেই রোশনির জন‍্য আইবুড়োভাতের আয়োজন করা হল।
সিরিয়ালের গোটা টিম মিলে আইবুড়োভাত খাইয়েছে পর্দার জগদম্বাকে। দেখা মিলল পদ্ম, অন্নদা, দ্বারিকা, গণেশ, ইন্দু এবং গদাই ঠাকুরেরও।


মেকআপ রুমেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। বেশ এলাহি মেনুই করা হয়েছিল রোশনির জন‍্য। ছিল ভাত, বাসন্তী পোলাও, ডাল, ঝুরি আলুভাজা, চিংড়ির মালাইকারি, মাটন, চাটনি, দই মিষ্টি। পর্দার ছেলেকে মায়ের কপালে দইয়ের ফোঁটাও দিতে দেখা গেল।

https://www.instagram.com/p/CWTUuWZvhDc/?utm_medium=copy_link

গত সেপ্টেম্বরে সোশ‍্যাল মিডিয়ায় বাগদানের খবর শেয়ার করেছিলেন রোশনি। নেটদুনিয়ার অনুরাগীদের চমকে দিয়ে আঙুলে জ্বলজ্বলে আংটি নিয়ে বাগদানের সুখবর দেন রোশনি। এদিন নিজের ইনস্টা হ‍্যান্ডেলে কয়েকটি ছবি শেয়ার করেছিলেন তিনি। তাঁর অনামিকায় জ্বলজ্বল করছিল একটি হীরের আংটি।

https://www.instagram.com/p/CWSqvHdtMgy/?utm_medium=copy_link

রোশনির চোখে মুখে স্পষ্ট খুশির আভাস। ছবিগুলি শেয়ার করে ক‍্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার যেখানে প্রথম দেখা করেছিলাম সেখানেই ও আমাকে আনুষ্ঠানিক ভাবে প্রোপোজ করল।’ সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘এনগেজড’। এরপর অষ্টমীতে আইনি বিয়ে সারেন রোশনি।

https://www.instagram.com/p/CVN-7V_h5mD/?utm_medium=copy_link

বিয়ের দিন লাল টুকটুকে বেনারসী ও হালকা সোনার গয়নায় সেজেছিলেন রোশনি। চুল রেখেছিলেন খোলা। সঙ্গে মানানসই মেকআপ ও কপালে ছোট্ট লাল টিপ। পাশে স্বামী তূর্য পরেছিলেন গাঢ় নীল রঙের পাঞ্জাবি। শুধুমাত্র জুটির পরিবার ও ঘনিষ্ঠ বন্ধবান্ধবরাই আমন্ত্রিত ছিল এই অনুষ্ঠানে। অভিনেত্রীর প্রেমিক তূর্য সেন পেশায় ব‍্যবসায়ী। পারিবারিক ব‍্যবসা সামলাচ্ছেন তিনি। দু বছর ধরে সম্পর্কে রয়েছেন রোশনি তূর্য।

সম্পর্কিত খবর

X