হয়ে গেল বড় ঘোষণা! বিক্রির জন্য প্রস্তুত RCB, কবে নতুন মালিক পাবে বিরাট কোহলির দল?

Published on:

Published on:

Royal Challengers Bengaluru is up for sale.

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট অনুরাগীদের জন্য এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, IPL এবং WPL-এর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) আনুষ্ঠানিকভাবে বিক্রির জন্য প্রস্তুত। ফ্র্যাঞ্চাইজির মালিক, ডিয়াজিও ৩১ মার্চ, ২০২৬ এর মধ্যে নতুন মালিক খুঁজে পাওয়ার প্রত্যাশা করছে।

বিক্রির জন্য প্রস্তুত RCB (Royal Challengers Bengaluru):

অর্থাৎ, সোজা কথায় বলতে গেলে, RCB (Royal Challengers Bengaluru)-র বর্তমান মালিকরা বিক্রয় প্রক্রিয়া শুরু করেছেন এবং বিস্তারিত তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE)-কে পাঠানো একটি চিঠিতে, ব্রিটিশ কোম্পানিটি এই প্রক্রিয়াটিকে ডিয়াজিওর সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড স্পিরিটস লিমিটেডের (USL) সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড (RCSPL)-এর কৌশলগত পর্যালোচনা বলে অভিহিত করেছে।

Royal Challengers Bengaluru is up for sale.

ক্রিকবাজের মতে, বিবৃতিতে বলা হয়েছে, “USL তার সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান RCSPL-এ বিনিয়োগের কৌশলগত পর্যালোচনা শুরু করছে। RCSPL-এর ব্যবসায়ের মধ্যে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি দলের মালিকানাও অন্তর্ভুক্ত রয়েছে। ওই দল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI) কর্তৃক প্রতি বছর আয়োজিত পুরুষদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এবং ওমেন্স প্রিমিয়ার লিগে (WPL) অংশগ্রহণ করে।

আরও পড়ুন: নবদ্বীপে সুকান্ত মজুমদারের কনভয়ে হামলা! পাল্টা তৃণমূলের অফিসে ভাঙচুর, বেধড়ক মার কর্মীদের

এই প্রক্রিয়াটি RCB (Royal Challengers Bengaluru)-র পুরুষ এবং মহিলা উভয় দলের জন্যই শুরু করা হবে এবং USL আরও জানিয়েছে, তারা আশা করছে যে এই প্রক্রিয়াটি ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে সম্পন্ন হবে। USL-এর এমডি এবং সিইও প্রবীণ সোমেশ্বর জানিয়েছেন, “RCSPL USL-এর জন্য একটি মূল্যবান এবং কৌশলগত সম্পদ। তবে, এটি আমাদের অ্যালকোহলযুক্ত পানীয় ব্যবসার মূল বিষয় নয়।”

আরও পড়ুন: ৫ বছরে মিলেছে ২,০০০ শতাংশেরও বেশি রিটার্ন! শেয়ার বাজারে ঝড় তুলছে এই কোম্পানির শেয়ার

সোমেশ্বর আরও বলেন যে, এই পদক্ষেপটি USL এবং ডিয়াজিওর তাদের ভারতীয় উদ্যোগের পোর্টফোলিও পর্যালোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতিকে আরও জোরদার করার জন্য। যাতে RCSPL-এর সর্বোত্তম স্বার্থের কথা মাথায় রেখে, প্রত্যেক স্টেকহোল্ডারদের কাছে দীর্ঘমেয়াদী মূল্যের ধারাবাহিক বিতরণ সম্ভব হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, RCB-র বিক্রির জন্য দাম রাখা হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭,০০০ কোটি টাকা।