RCB অনুরাগীদের জন্য দুঃসংবাদ! চিন্নাস্বামী নয়, IPL ২০২৬-এ এই ২ ভেন্যুতে হোম ম্যাচ খেলবেন কোহলিরা

Published on:

Published on:

Royal Challengers Bengaluru will play home matches at these 2 venues.
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) তথা RCB IPL ২০২৬-এ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের হোম ম্যাচ খেলবে না। গত বছর দলের IPL জয়ের পর স্টেডিয়ামে অনুষ্ঠান চলাকালীন ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, RCB এবার তাদের হোম ম্যাচগুলি নবি মুম্বাইয়ের ডি.ওয়াই. পাতিল স্টেডিয়াম এবং রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে খেলবে। অন্যদিকে রাজস্থান রয়্যালস তাদের হোম ম্যাচগুলি পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে খেলবে।

চিন্নাস্বামীতে তাদের হোম ম্যাচ খেলবে না RCB (Royal Challengers Bengaluru):

চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনও ম্যাচ হবে না: জানা গেছে যে, RCB আগামী IPL মরশুমে নবি মুম্বাইতে ৫ টি এবং রায়পুরে ২ টি ম্যাচ খেলবে। RCB-র আধিকারিকরা গত বছরের দুর্ঘটনার কথা মাথায় রেখে নতুন এই পরিকল্প চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। গত বছর RCB-র প্রথম IPL জয়ের পর অনুষ্ঠান চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় ১১ জন প্রাণ হারান এবং ৫০ জনেরও বেশি আহত হন। ওই ঘটনার পর, চিন্নাস্বামী স্টেডিয়ামে যেকোনও বড় অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

Royal Challengers Bengaluru will play home matches at these 2 venues.

এদিকে, রাজস্থান রয়্যালসের হোম ম্যাচগুলি পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সম্পন্ন হবে। গত বছর, IPL চেয়ারম্যান অরুণ ধুমাল ইঙ্গিত দিয়েছিলেন যে রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন (RCA) তাদের হোম ম্যাচগুলি আয়োজন করতে পারবে না। এর কারণ ছিল RCA নির্বাচন আয়োজনে ব্যর্থ হয়েছিল। ২ টি দলের মধ্যে বিরোধের কারণে RCA একটি অ্যাডহক কমিটি দ্বারা পরিচালিত হয়েছিল।

আরও পড়ুন: ‘ছোট চিকু’-কে নিজের বন্ধু করলেন বিরাট! রাতারাতি ভাইরাল কোহলির খুদে অনুরাগী

আবুধাবিতে সম্পন্ন হওয়া IPL ২০২৬-এর মিনি-নিলামের পর অরুণ ধুমাল জানান, ‘আমরা গত বছরই RCA-কে বলেছিলাম যে যদি এই নির্বাচন পরিচালনা করা না যায় সেক্ষেত্রে সেখানে টুর্নামেন্ট আয়োজন করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়বে।’ এই বিবৃতি থেকে স্পষ্ট যে, RCA-র অভ্যন্তরীণ দ্বন্দ্ব IPL ম্যাচ আয়োজনের ওপর প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: চোটের কারণে বাদ ওয়াশিংটন সুন্দর! পরিবর্তে এই খেলোয়াড় প্রথমবার এন্ট্রি নিচ্ছেন টিম ইন্ডিয়ায়

চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক ম্যাচ সম্পন্ন হয়নি: জানিয়ে রাখি যে, গত বছরের ৪ জুন পদপিষ্টের ঘটনার পর থেকে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক ম্যাচ সম্পন্ন হয়নি। তবে, কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন (KSCA) স্টেডিয়ামে আবারও বড় বড় ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য সব ধরণের প্রচেষ্টা চালাচ্ছে এবং সম্প্রতি এই লক্ষ্যে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকও সম্পন্ন হয়েছে। যদিও, গত বছরের ডিসেম্বরে, কর্ণাটক রাজ্য সরকার নিরাপত্তার কারণে ওই স্টেডিয়ামে বিজয় হাজারে ট্রফির ম্যাচ আয়োজনের জন্য KSCA-কে অনুমতি দেয়নি। ফলস্বরূপ, সেই ম্যাচগুলি BCCI-এর সেন্টার অফ এক্সিলেন্সে স্থানান্তর করতে হয়েছিল।