এক্কেবারে পয়সা উসুল! ৭ মার্চ বাইকপ্রেমীদের জন্য আসছে Royal Enfield-র সস্তার মোটরসাইকেল

বাংলা হান্ট ডেস্ক: শুধুমাত্র আমাদের দেশই নয়, বরং বিশ্বের বাইকপ্রেমীদের কাছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield) মানেই এক ভরসাযোগ্য বাইক কোম্পানি। বাইকপ্রেমীরা রীতিমতো গভীর অপেক্ষায় থাকেন এই কোম্পানির নতুন নতুন বাইকের জন্য। তবে, গ্রাহকদের সেই আবেগ এবং চাহিদাকে সম্পূর্ণ করতে একের পর এক সাড়া জাগানো বাইকের মডেল লঞ্চ করে রয়্যাল এনফিল্ড।

এমনিতেই রয়্যাল এনফিল্ড ২০২২ সালে একাধিক নতুন মডলে লঞ্চের প্রস্তুতি ইতিমধ্যেই সেরে ফেলেছে। পাশাপাশি, কোম্পানির তরফে আগেই জানানো হয়েছিল যে, চলতি বছর বেশ কয়েকটি মডেল আসার সম্ভাবনা রয়েছে। এদিকে, বাজারে টেক্কা দিতে ইতিমধ্যে ইয়েজদি পর পর তিনটি মডেল লঞ্চ করে রয়্যাল এনফিল্ড-এর প্রতিযোগিতা বাড়িয়ে দিয়েছে। এমনকি, হন্ডা হাইনেসও গ্রাহকদের পছন্দ হয়েছে।

এমতাবস্থায়, অনেকেই দাবি করেছিলেন যে, রয়্যাল এনফিল্ড-এর ভাইব্রেশনের জন্য গ্রাহকরা আগ্রহ হারাচ্ছেন কোম্পানিটি থেকে। যদিও, ঠিক তারপরেই নিন্দুকদের সমালোচনা বন্ধ করে দিয়েছিল রয়্যাল এনফিল্ডের নতুন ক্লাসিক ৩৫০ রিবর্ন মডেলটি। পাশাপাশি, সেই তালিকায় যোগদান করেছে Royal Enfield Meteor-ও।

তবে, এবার সংস্থা যে বাইকটি আনতে চলেছে তা নিয়ে ক্রমশ আগ্রহ বাড়ছে বাইকপ্রেমীদের মধ্যে। জানা যাচ্ছে রয়্যাল এনফিল্ড ৭ মার্চ ভারতে একটি নতুন অ্যাডভেঞ্চার মোটরসাইকেল লঞ্চ করবে। পাশাপাশি, আরও জানা গিয়েছে যে, এই বাইক রয়্যাল এনফিল্ড হিমালয়ানের তুলনায়ও অনেক সাশ্রয়ী মূল্যের হবে।

ভারতীয় গ্রাহকরা দীর্ঘ সময় ধরে এই মোটরসাইকেলটির জন্য অপেক্ষা করছেন। সাধারণ রাস্তার পাশাপাশি অফ-রোডিংয়েও দুর্দান্তভাবে চালানোর মতো করে ডিজাইন করা হয়েছে নতুন এই মডেলটিকে। তবে, সেটির ক্ষমতা হিমালয়ান-এর থেকে কিছুটা কম হতে পারে। চলতি বছর প্রথম Scram 411 লঞ্চ করার কথা জানিয়েছিল রয়্যাল এনফিল্ড। তবে, এবার নির্দিষ্ট দিনও জানিয়ে দেওয়া হল।

নতুন Scram 411 বাইকটির দাম রয়্যাল এনফিল্ড হিমালয়ানের থেকে সস্তা হবে। পাশাপাশি, হিমালয়ানের থেকে এই বাইকের ফিচার্সও অনেকটাই আলাদা। জানা গিয়েছে যে, নতুন এই মোটরসাইকেলটিতে LS410, সিঙ্গল-সিলিন্ডার, এয়ার-কুলড, 4-স্ট্রোক, SOHC ইঞ্জিন থাকবে। পাশাপাশি, এই ইঞ্জিন 411 cc এবং 24.3 bhp পাওয়ার উৎপন্ন করবে।

Royal Enfield Scram 411 test

এছাড়াও, হিমালয়ানের সামনের অংশে একটি দীর্ঘ উইন্ডস্ক্রিন, স্প্লিট সিট, লাগেজ ক্যারিয়ায় রয়েছে। পাশাপাশি, সামনে বড় চাকা দেওয়া হয়েছে যা অ্যাডভেঞ্চার বাইকের একটি অন্যতম বৈশিষ্ট্য। এদিকে, Scram 411-এ তুলনামূলক ছোট চাকা, ছোট সাসপেনশন ট্রাভেল, সিঙ্গেল পিস সিট এবং পিছনে একটি গ্র্যাব রেল থাকবে।

সম্প্রতি এই নতুন সাশ্রয়ী মূল্যের অ্যাডভেঞ্চার মোটরসাইকেলটিকে দু’টি রঙে দেখা গিয়েছে। একটি হল লাল এবং কালোর সংমিশ্রণ। আরেকটি হল সম্পূর্ণ কালো রং। বাইকটির সামনের দিকে ১৯-ইঞ্চি চাকা এবং পিছনে একটি ১৭-ইঞ্চি চাকা রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হল, এই বাইকটির দাম রাখা হয়েছে গ্রাহকদের কথা মাথায় রেখেই। বিশেষজ্ঞদের মতে, এর দাম প্রায় ১.৯০ লক্ষ টাকা হতে পারে। যেখানে হিমালয়ানের দাম প্রায় ২.১৪ লক্ষ টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর