মুখে যোগী-মোদীর নাম, বেছে বেছে মুসলিমদেরই খুন! ট্রেনে RPF-র গুলিকাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সাতসকালে চলন্ত ট্রেনেই পরপর চলে গুলি! মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসে ৪ জনকে গুলি করে খুন করে আরপিএফের এক কনস্টেবল (RPF constable)। মহারাষ্ট্রের পালঘরের (Maharashtra Palghar) কাছে ওই ট্রেন আসতেই ৪ জনকে গুলি করা হয়। ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে তোলপাড়। এরই মধ্যে এবার শুটআউটের (Shootout) ঘটনায় বিস্ফোরক দাবি পূর্ব রেলের আইজি, আরপিএফ পরম শিবের।

নির্মমভাবে এই হত্যা কাণ্ডের তীব্র নিন্দা করে আইজি, আরপিএফ জানান, গুলি চালানোর সময় যোগী, মোদির নাম উচ্চারণ করেছিলেন ওই কনস্টেবল। অভিযুক্তের মুসলিম বিদ্বেষী (Anti Muslim) মনোভাব যে ছিল এমনটাই অনুমান তার। আইজি-র প্রশ্ন, ‘বেছে বেছে মুসলিমদেরই কেন মারল?”

আইজি, আরপিএফের বিস্ফোরক দাবি, কনস্টেবল চেতন সিংয়ের গুলিতে মৃত তিন যাত্রীই মুসলিম (Muslim)। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ জানিয়েছিল, অভিযুক্ত কনস্টেবল চেতন সম্প্রতি গুজরাট থেকে মুম্বইতে বদলি হয়েছেন। হঠাৎ পরিবারকে ছেড়ে আসায় অবসাদ, মনে খারাপের জেরেই কাণ্ড ঘটিয়েছেন।

তবে পরে এই দাবি নাচক করে পূর্ব রেলের আইজি, আরপিএফ পরম শিব, ”কনস্টেবল চেতন সিংয়ের এই হত্যাকাণ্ড সম্পূর্ণ অভিসন্ধিমূলক। গুলি চালানোর সময় ও বলছিলো, ‘যোগী-মোদিকে জানাও, আমার ভিডিও করো।’ পাশাপাশি ট্রেনের বিভিন্ন কামরার যে ৩ জন যাত্রীকে খুন করা হয়েছে, তাঁরা সকলেই মুসলিম। বেছে বেছে মুসলিমদেরই মারার পেছনে কারণ কী?”

IG, RPF জানায়, ২০১৫ সালে মুম্বইয়ের পারেলে ট্রেনিংয়ের জন্য আসে সে। পরের বছর সেখানেই পোস্টিং হয়। সুতরাং বদলির কোনও প্রশ্নই নেই। আইজি, আরপিএফ এর মন্তব্য, ”মানসিক চাপ থাকতেই পারে। বদলি করা হলেও সেই অর্ডার দিয়ে থাকেন অফিসাররা।”

shootout

এই ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, ” ওর যাই থাকুক তাতে সাধারণ যাত্রীদের দোষ কোথায়? যাদের নিরাপত্তার দায়িত্ব আরপিএফের হাতে, তাদেরই গুলি করে খুন করা হল? এই হত্যাকাণ্ড গোটাটাই পরিকল্পিত ও অভিসন্ধিমূলক।” প্রসঙ্গত, গুলি করার পর দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে ঝাঁপ দেয় অভিযুক্ত কনস্টেবল। যদিও পালাতে পারেনি। অভিযুক্তকে বন্দুক-সহ আটক করা হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর