বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিলিয়ন ডলার লিগ আইপিএলে আজ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। এটি এই মরসুমের পঞ্চম ম্যাচ হবে, যেখানে উভয় দলই আইপিএল ২০২২-এ নিজেদের যাত্রা শুরু করবে। সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস এই মেগা নিলামে কিছু খেলোয়াড়কে কিনেছে, যারা দলের বোলিং আক্রমণকে আরও গভীরতা দিয়েছে। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদও মেগা নিলামে কিছু শক্তিশালী খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করেছে। আর অশ্বিন এবং যুজবেন্দ্র চাহাল দুজনকেই কিনে স্পিন আক্রমণে গভীরতা এনেছে রাজস্থান রয়্যালস।
গত বছরের চেয়ে ভালো দল পেয়েছেন সঞ্জু স্যামসন, কিন্তু এই খেলোয়াড়দের মাঠে তিনি ঠিকঠাক ব্যবহার করতে পারেন কিনা সেটাই দেখার বিষয় হবে। সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলতে গেলে, ভুবনেশ্বর কুমার, মার্কো জেন্সন, উমরান মালিক এবং টি. নটরাজনের মতো একাধিক তারকা ও প্রতিভাবান পেসার রয়েছে তাদের দলে। এখন দেখতে হবে রাজস্থান রয়্যালসের ব্যাটিং অর্ডারে এই চার ফাস্ট বোলার কিভাবে লাগাম টেনে ধরেন।
রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ:
যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাডিক্কল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, জেমস নিশাম, আর অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, প্রাণন্দ কৃষ্ণ
সানরাইজার্স হায়দ্রাবাদ সম্ভাব্য একাদশ:
রাহুল ত্রিপাঠি, অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন (অধিনায়ক), নিকোলাস পুরান, এইডেন মার্করাম, আবদুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, মার্কো জানসেন, উমরান মালিক, টি. নটরাজন