RRB Group D পরীক্ষার দিনক্ষণ প্রকাশ, সিটি স্লিপ ও অ্যাডমিট কার্ড নিয়ে কী জানাল বোর্ড

Published on:

Published on:

RRB Group D exam date has been published know when the admit card and city slip will be available

বাংলা হান্ট ডেস্ক: প্রকাশ্যে আসলো রেলওয়ে নিয়োগের পরীক্ষার তারিখ। আনুষ্ঠানিকভাবে রেলওয়ে নিয়োগ বোর্ড অর্থাৎ (RRB) RRB Group D Exam তারিখ ঘোষণা করেছে। একটি অফিসের বিজ্ঞপ্তি জারি করে, গ্ৰুপ ডি CBT পরীক্ষা ১৭ নভেম্বর ২০২৫ থেকে শুরু করে ডিসেম্বর ২০২৫ শেষ পর্যন্ত একাধিক শিফটে এই পরীক্ষা চলবে।

প্রকাশিত হল আরআরবি গ্রুপ ডি পরীক্ষার তারিখ (RRB Group D Exam)

সূত্রের খবর, এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় রেলওয়ে লেভেলে প্রথম পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। এই পরীক্ষার জন্য প্রায় ১.০৮ কোটি প্রার্থী এই বছর পরীক্ষায় অংশ নেবেন। যার মধ্যে এর শূন্য পদ রয়েছে ৩২,৪৩৮ টি। এছাড়াও আরআরবি গ্রুপ ডি (RRB Group D) CBT ২০২৫ এ প্রার্থীদের ৯০ মিনিট করে সময় দেওয়া হবে। এই পরীক্ষায় থাকছে, সাধারণ বিজ্ঞান, অংক, সাধারণ অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ ও রিজনিং এর প্রশ্ন (RRB Group D Exam)।

এছাড়াও পরীক্ষার (Exam) ১০ দিন আগে অফিসিয়াল ওয়েবসাইটে সিটি স্লিপ ও এডমিট কার্ড প্রকাশ করা হবে। নির্ধারিত পরীক্ষার চার দিন আগে ডাউনলোড লিংক মিলবে। এবং প্রার্থীরা রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে rrbcdg.gov.in বা RRB আঞ্চলিক ওয়েবসাইট থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।

RRB Group D exam date has been published know when the admit card and city slip will be available

আরও পড়ুন: দু’দিনের ছুটিতেই সম্ভব বাদামপাহাড় ভ্রমণ, পুজোর আগে মন ভরাবে প্রকৃতির টানে

এই পরীক্ষা যেহেতু ৩ টি শিফটে হবে অর্থাৎ সকালে পরীক্ষাটি হবে ৯ টার থেকে। তাই আপনাকে রিপোর্টিং করতে হবে ৭:৩০, গেট বন্ধ হবে ৮:৩০ মিনিটে। দুপুর ১২:৪৫ পরীক্ষা শুরু, রিপোর্টিং ১১:১৫ মিনিটে। বিকেল ৫:০০ পরীক্ষা শুরু, রিপোর্টিং ৩:৩০মিনিটে। অর্থাৎ শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে প্রার্থীদের সময় মেনে পরীক্ষাস্থলে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে (RRB Group D Exam)।

এছাড়াও, অনলাইন ফর্ম পূরণের সময় দেওয়া পছন্দ অনুযায়ী RRB পরীক্ষার শহর নির্ধারণ করা যাবে। তবে আসল কেন্দ্র ঠিকানা ও শিফট টাইমিং পাওয়া যাবে অ্যাডমিট কার্ডে। সিটি স্লিপে পরীক্ষাকেন্দ্রের শহরের তথ্য আগেভাগে জানিয়ে দেওয়া হবে, যাতে ভ্রমণের পরিকল্পনা সহজ হয়। এর পাশাপাশি এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাক পড়বে PET পরীক্ষার জন্য। এর জন্য পুরুষ প্রার্থী ৩৫ দৌড়াতে পারবেন দুই মিনিটে। তাদের হাজার মিটার দৌড়াতে ৪ মিঃ ১৫ সেকেন্ড। ও মহিলা প্রার্থীদের জন্য ২০ কেজি ওজন নিয়ে ১০০ মিটার দৌড়াতে হবে ২ মিনিটে। ১০০০ মিটার দৌড়াতে হবে ৫মিনিট ৪০ সেকেন্ডে।