বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের বৃহত্তম ব্যাঙ্কগুলির মধ্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) হল অন্যতম। আপনিও যদি এই ব্যাঙ্কের গ্রাহক হন এবং নিয়মিত লেনদেন করেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি মূলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) সেভিং অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি সতর্কতা!
এই মুহূর্তে দেশের বহু নাগরিক এই ব্যাঙ্কের উপর বেশ ভরসা রাখেন এবং এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে থাকেন। অনেকেই জানেন যে, ব্যাংকের তরফ থেকে বিভিন্ন পরিষেবা দেওয়ার পাশাপাশি বেশ কিছু পরিষেবার ক্ষেত্রে বাড়তি চার্জ নিয়ে থাকে। যদিও বিষয়টি আগে থেকেই গ্রাহকদের অবগত করে দেওয়া হয়।
তবে সম্প্রতি PNB অ্যাকাউন্ট হোল্ডারদের অনেকেই বেশ বিভ্রান্ত হয়ে আছেন। কারণ ব্যাঙ্ক তাদের অজান্তেই ২৯৫ টাকা কেটে নিয়েছে। এবং টাকাটি ডেবিট হওয়ার পর আর ক্রেডিট হয়নি। বিষয়টি নজরে আসার পর মাথায় হাত পড়েছে অনেকেরই। প্রশ্ন উঠছে যে ঠিক কী কারণে টাকাটি ডেবিট হল?
জানিয়ে রাখি NACH-র কারণে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয়েছে। এখন মনে প্রশ্ন জাগবে যে এই NACH বিষয়টা কী? NACH (ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস) হল একটি ফান্ড ক্লিয়ারিং প্ল্যাটফর্ম যা NPCI (ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া) দ্বারা প্রতিষ্ঠিত। বিষয়টি অনেকটা RBI-এর ECS-এর মতো।
যে অ্যাকাউন্ট থেকে টাকাটা কাটা হয় সেটি হল NACH (ডেবিট) এবং যে অ্যাকাউন্টে টাকা যায় সেটি হল NACH (ক্রেডিট)। মূলত দুটি ব্যাঙ্কের অন্তর্বতী লেনদেন হয় এর মাধ্যমে। প্রাথমিকভাবে NACH এর দুটি ভাগই রয়েছে – NACH ডেবিট এবং NACH ক্রেডিট৷
আপনি যখনই ইএমআই-তে কিছু কেনেন বা লোন নেন, একটি নির্দিষ্ট তারিখে আপনার সেভিং অ্যাকাউন্ট থেকে একটি টাকা কেটে নেওয়া হবে এবং আপনাকে নির্ধারিত তারিখের এক দিন আগে থেকে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখতে হয়। সুতরাং, ধরুন যদি ৭ তারিখে আপনার EMI দেওয়ার তারিখ হয় তাহলে ৬ তারিখ থেকে আপনার অ্যাকাউন্টে সেই নির্দিষ্ট পরিমাণ টাকা থাকা দরকার।
পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকলে NACH (ডেবিট) হিসেবে PNB ২৫০ টাকা এবং ১৮% GST চার্জ করে। এর মানে, যদি আপনি পর্যাপ্ত ব্যালেন্স বজায় রাখতে ব্যর্থ হন, তাহলে ব্যাঙ্ক ২৯৫ টাকা জরিমানা ধার্য করে (২৫০ টাকা + ৪৫ টাকা GST,)। এই জরিমানা হল অপর্যাপ্ত ব্যালেন্সের জন্য যার কারণে NACH EMI ম্যান্ডেট বাউন্সড হয়েছে। সুতরাং, EMI নিলে প্রতি মাসে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখুন।