রাজ্যের আরও এক প্রার্থীর প্রাণ কেড়ে নিল করোনা! শোকের সঙ্গে বাড়ছে আতঙ্কও

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে বাড়ছে করোনার প্রকোপ। ভোটের আবহে তৈরি হচ্ছে ভয়াল পরিস্থিতির। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৬ হাজার ছুঁইছুঁই। এমন পরিস্থিতিতে করোনার গ্রাসে এসেছেন একাধিক নির্বাচনী প্রার্থীও। তবে এবার আর আক্রান্তের মধ্যেই তা সীমাবদ্ধ থাকছে না, একে একে মৃত্যুর মুখে ঢলে পড়ছেন সেই সব আক্রান্ত প্রার্থীরা।

সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক। ফলস্বরূপ আগামী ২৬ এপ্রিল সপ্তম দফায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন।

An Images

তারই মধ্যে উঠে এল আরও এক প্রার্থীর মৃত্যুর (Candidate Dies) খবর। এবার করোনার শিকার হয়েছেন সেই মুর্শিদাবাদেরই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী। শুক্রবারই কোভিড লড়াইয়ে হার মেনে মৃত্যুর মুখে ঢলে পড়েন ওই আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী (Pradip Nandi)। ওই কেন্দ্রে শাসকদল তৃণমূলের (TMC) প্রার্থী জাকির হোসেনের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, করোনা নিয়ে এমন সংকটজনক পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে ডাকা সর্বদলীয় বৈঠকে মাধ্যামে জারি হয়েছে নয়া নির্দেশিকা। তাতে নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত ভোট প্রচার করতে পারবে না কোনও দলই।

সম্পর্কিত খবর