সন্দেশখালি কাণ্ডের জন্য দায়ী RSS, ED! বিধানসভায় দাঁড়িয়ে বিষ্ফোরক দাবি মমতার

বাংলা হান্ট ডেস্ক : ইডি (Enforcement Directorate) পেটানো ঘটনার পর থেকেই অশান্ত হয়ে আছে সন্দেশখালির (Sandeshkhali) হাওয়া। তৃণমূলের গুণ্ডা তথা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান (Sheikh Shahjahan) ‘ফেরার’ হতেই মুখ খুলতে শুরু করেছে অত্যাচারিত মানুষজন। বিশেষ করে এলাকার মহিলারা যে অভিযোগ সামনে এনেছে তাতে শিহরিত গোটা রাজ্য। আর এবার সেই সন্দেশখালি নিয়েই প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে চাঁচাছোলা ভাষায় বিরোধীদের উদ্দেশ্যে আক্রমণ শানালেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘ওখানে আগে ইডি(ED) ঢুকল। এখন বাইরে থেকে লোক ঢুকিয়ে মহিলাদের সামনে রেখে এসব করছে। কারও সমস্যা থাকতেই পারে। তার তদন্ত হবে। তা নয়, আগেই কাকে কান নিয়ে পালাল বলে রব উঠল, আর এরাও দৌড়ল!’

এখানেই থেমে থাকেননি বাংলার নেত্রী। সোজাসুজি RSS এর নাম নিয়ে তিনি বলেন, ‘ওখানে আরএসএসের (RSS) একটা বাসা আছে অনেক আগে থেকেই। সন্দেশখালি আজকের না।’ উল্লেখ্য, এর আগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছিলেন, সন্দেশখালির ঘটনায় মদত রয়েছে বিজেপির। স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সবটাই ‘বঙ্গ বিরোধী প্ররোচনা’।

আরও পড়ুন : আরব থেকেই অযোধ্যার প্রশংসায় পঞ্চমুখ মোদী, মুসলিম বিশ্বের উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর

যদিও শাসকদলের এই বক্তব্যে উত্তেজনা থামার নয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশাখালির মহিলারা তাদের উপর হওয়া অত্যাচারের যে বর্ণনা দিয়েছেন তা মিথ্যা বা সাজানো বলে মানতে নারাজ বাংলার আম জনতা। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে নজর ছিল আম বাঙালির।

আরও পড়ুন : হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-গীতার মধ্যে, প্রথম পাঁচে ‘অনুরাগের ছোঁয়া’! বড় রদবদল TRP তে

তবে মুখ্যমন্ত্রীও শাসকদলের উপর ওঠা অভিযোগ মানতে নারাজ বলেই মনে করছে বাংলার রাজনৈতিক মহল। এইদিন বিধানসভায় তিনি বলেন, ‘সন্দেশখালিতে আরএসএসের একটা বাসা আছে। ৭,৮ বছর আগেও সেখানে একটা সাম্প্রদায়িক অশান্তি হয়েছিল। এমনিতেই ওটা দাঙ্গাপ্রবণ এলাকা। সেখানে মুখে মাস্ক পরে গোলমাল করা হচ্ছে। বহিরাগতরাই সন্দেশখালিতে এত গোলমাল পাকাচ্ছে।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর