বাংলা হান্ট ডেস্কঃ সোমবার রাজ্যে আসছেন RSS প্রধান মোহন ভাগবত। এদিনই পা রাখবেন কলকাতায় (Kolkata)। জানা গিয়েছে, এবার মায়াপুর ইসকন (Iskcon) মন্দিরে পুজো দিতে যাবেন সঙ্ঘ প্রধান মোহন ভগবত। পাশাপাশি সংঘের কর্মীদের সাথে বৈঠকেও বসতে পারেন বলে সূত্রের খবর। তবে ঠিক কী করণে তাঁর এই বঙ্গ-সফর সেই বিষয় এখনও স্পষ্ট নয়।
এদিন সকাল ৯ টায় কলকাতা বিমানবন্দরে নামবেন মোহন ভাগবত (Mohan Bhagwat)। এই সফরে সোমবারই তিঁনি পৌঁছাবেন মায়াপুরে ইসকন মন্দিরে। RSS সূত্রে খবর, বিমান থেকে নেমে সোজা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিঁনি। তারপর তিঁনি সংগঠনের কর্মীদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, এর আগে ১৯ জানুয়ারি পাঁচদিনের সফরে মহানগরীতে পা রেখেছিলেন মোহন ভাগবত। সেই সময় সংগঠনের কর্মীবৃন্দের সঙ্গে বৈঠকে মেতেছিলেন সঙ্ঘ প্রধান। পাশাপাশি জনসভাও করেছিলেন। এরপর ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে শহিদ মিনারে সভা করেছিলেন মোহন ভগবত। তাঁর সেই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতৃবৃন্দ।
এরই মাঝে ফের সঙ্ঘ প্রধানের রাজ্যসফর যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ তা বলার অবকাশ রাখে না। ওয়াকিবহালমহলের মত, আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করেই মোহন ভগবতের ঘন ঘন রাজ্য সফর। বর্তমানে কলকাতা সহ সমগ্র রাজ্যে সংগঠন মজবুত করতে উদ্যত RSS। আগামী ২০২৫ সালের মধ্যে বাংলার প্রতিটি ব্লকে কমপক্ষে একটি শাখা যাতে আরও শক্তিশালী হয়ে ওঠে, সেদিকেই নজর দিচ্ছে সঙ্ঘ। এই আবহেই ফের একবার মোহনের রাজ্যসফর কী বার্তা নিয়ে আসে সেটাই দেখার বিষয়।