বাংলা হান্ট ডেস্কঃ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (Rashtriya Swayamsevak Sangh) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat) সম্প্রতি একটি বয়ানে বলেছিলেন যে, ১৯৩০ সাল থেকে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি করানোর পরিকল্পনা চলছে। ভারতকে পাকিস্তান বানানোর চেষ্টায় নিজেদের সংখ্যা বাড়াচ্ছে ওঁরা।
মোহন ভাগবতের (Mohan Bhagwat) এই বয়ানে হায়দ্রাবাদের সাংসদ তথা AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi) পাল্টা আক্রমণ করেছেন।
ওয়াইসি পরপর দুটি টুইট করে সংঘ প্রধান মোহন ভাগবতকে আক্রমণ করেছে। তিনি লিখেছেন, ‘ RSS-র ভাগবত বলছেন মুসলিমদের জনসংখ্যা বাড়ানোর প্রচেষ্টা ১৯৩০ সাল থেকে করা হচ্ছে। আমাদের যদি DNA একই হয়ে থাকে, তাহলে আলাদা করে কেন গোনা হচ্ছে? ভারতীয় মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার ১৯৫০ থেকে ২০১১ এর মধ্যে কমেছে। সংঘের মাথায় শূন্য শতাংশ বুদ্ধি রয়েছে, আর মুসলিমদের প্রতি ১০০ শতাংশ ঘৃণা রয়েছে।”
Sangh is addicted to anti-Muslim hate & poisoned society with it. All of Bhagwat’s drama about “we are one” earlier this month must have discomfited his followers too much. So he had to get back to demonising Muslims & lying. Hindutva should have no place in modern India 2/2
— Asaduddin Owaisi (@asadowaisi) July 22, 2021
শুধু তাই নয়, ওয়াইসি আরও একটি টুইটে লেখেন, ‘সংঘ মুসলিম বিরোধী ঘৃণার জনক, আর তাঁরা এই বিষ সমাজে ছড়িয়ে দিচ্ছে। এই মাসের শুরুতে ‘আমরা এক” বলা ভাগবতের নাটক তাঁর সমর্থকদের হতাশ করেছিল। আর এই কারণেই উনি এখন মুসলিমদের অপমান করতে আর মুসলিমদের বিরুদ্ধে মিথ্যে বলার জন্য ফিরেছে। আধুনিক ভারতে হিন্দুত্বের কোনও স্থান থাকা উচিৎ নয়।”