Ekchokho.com 🇮🇳

ভোটের মুখে আরএসএস-এর হিন্দু সম্মেলন! বিজেপির সঙ্গে সমন্বয়ের ইঙ্গিত? প্রশ্নে সরগরম রাজনীতি

Updated on:

Updated on:

RSS Hindu Sammelan before polls

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগেই সারা দেশে একযোগে ১ লক্ষেরও বেশি জায়গায় হিন্দু সম্মেলনের (RSS) আয়োজন করছে আরএসএস। কোথাও ক্লাবে, কোথাও মন্দিরে, কোথাও আবার গ্রামগঞ্জের খোলা মাঠে। মুখে যদিও বলা হচ্ছে—এই সম্মেলন হিন্দু সমাজকে সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস, কিন্তু রাজনৈতিক মহল বলছে—এ কি তবে বিজেপির জন্য ‘ভোট-ভিত্তি’ পাকা করার রণকৌশল? (RSS Hindu Sammelan)

ঘরে ঘরে হিন্দুত্বের বার্তা? (RSS Hindu Sammelan)

আরএসএস নেতাদের বক্তব্য অনুযায়ী, এই সম্মেলনগুলোতে ধর্মীয় ঐতিহ্য, বেদ-পাঠ, এবং সাংস্কৃতিক প্রদর্শনের (video) মাধ্যমে হিন্দুদের মধ্যে আত্মবিশ্বাস ও ঐক্য গড়ে তোলা হবে। কিন্তু প্রায় একই সময়ে দেশের প্রতিটি জেলায়, একই ফর্ম্যাটে সম্মেলন—এই সমন্বিত আয়োজন কি নিছক ধর্মীয়? নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক বার্তা? বিরোধীদের প্রশ্ন, ভোট যত ঘনিয়ে আসছে, ততই কি হিন্দু ভোট মেরুকরণ শুরু করছে সঙ্ঘ পরিবার?

বিজেপি-আরএসএস সমন্বয়ের প্রস্তুতি?

অতীত অভিজ্ঞতা বলে, আরএসএস সক্রিয় হলেই কিছুটা পরেই রাজনৈতিক ভাবে লাভবান হয় বিজেপি। (BJP RSS coordination) ফের সেই চিত্রই কি দেখা যাচ্ছে? সংঘের এই হিন্দু সম্মেলনের মঞ্চকে বিজেপির নেতারাও কি ভবিষ্যতে ব্যবহার করতে চলেছেন? যদিও এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনগুলোর সঙ্গে যুক্ত থাকার কথা বলা হয়নি।

বিরোধীদের তোপ, পাল্টা সঙ্ঘের (RSS) সাফাই

বিরোধী দলগুলোর অভিযোগ, হিন্দু ধর্মের আবেগকে কাজে লাগিয়ে ভোটে সুবিধা পেতে চাইছে বিজেপি এবং আরএসএস। আরএসএস যদিও বলছে, এই কর্মসূচির (religious mobilisation) সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। তাঁদের দাবি, এটা দীর্ঘদিন ধরেই পরিকল্পিত সমাজচেতনা গঠনের প্রচেষ্টা।

আরও পড়ুনঃ তৃণমূলের ছাত্রনেতার সম্পত্তি পাহাড়! কসবা কাণ্ডে মনোজিতের রক্ষক সার্থক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নতুন করে জল ঘোলা

ভোটের আগে ঘুঁটি সাজানো?

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সঙ্ঘ পরিবার (RSS) এমন কোনও বড় কর্মসূচি বিনা রাজনৈতিক তাৎপর্যতে করে না। সামনে লোকসভা নির্বাচন—বিজেপি চাইছে তার শক্ত ঘাঁটি আরও মজবুত করতে। আরএসএস-এর (RSS) এই সম্মেলন সেই প্রস্তুতিরই অংশ কি না, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।

🚩 RSS to organise ‘Hindu sammelan’ at 1,03,019 locations across India 🇮🇳 pic.twitter.com/T6S5W0k8tq