শ্বেতার জন্মদিনে অনস্ক্রিন বর রুবেল, খাওয়ালেন কেকও! বাস্তবে রূপ নিচ্ছে যমুনা-সঙ্গীতের সম্পর্ক?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অনস্ক্রিন জুটি যে কখন বাস্তবেও সত‍্যি হয়ে যায় তা টের পাওয়া কারোর কম্ম নয়। অনুরাগীরা অবশ‍্য প্রিয় অনস্ক্রিন জুটিকে অফস্ক্রিনেও জুটি বাঁধতে দেখে খুশিই হন। এই মুহূর্তে যে জুটি বেশ চর্চায় রয়েছে তাঁরা হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) এবং রুবেল দাস (Rubel Das)। দর্শকদের কাছে অবশ‍্য তাঁরা যমুনা এবং সঙ্গীত নামেই বেশি জনপ্রিয়।

জি বাংলার ‘যমুনা ঢাকি’ শেষ হয়েছে বেশ কয়েক মাস হয়ে গেল। কিন্তু রুবেল শ্বেতার বন্ধুত্ব যে সেটে আটকে থাকেনি তার প্রমাণ মিলেছে অভিনেত্রীর সাম্প্রতিক সোশ‍্যাল মিডিয়া পোস্টে। অনস্ক্রিন স্বামীর সঙ্গেই জন্মদিন উদযাপন করেছেন শ্বেতা। সেই ছবি শেয়ার করেছেন নেটমাধ‍্যমে।


গত ২১ সেপ্টেম্বর জন্মদিন ছিল শ্বেতার। কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে উদযাপন করেছেন এই বিশেষ দিন। পাঁচ-ছটি কেক আনা হয়েছিল শ্বেতার জন‍্য। আর মায়ের হাতের রান্না, পায়েস তো ছিলই। এক সপ্তাহ ব‍্যাপী জন্মদিন উদযাপনের ছবি সম্প্রতি দু ধাপে শেয়ার করেছেন শ্বেতা। তাও জানিয়েছেন এখনো শেষ হয়নি।

অভিনেত্রীর পরিবারের সঙ্গে উদযাপনে যোগ দিয়েছিলেন তাঁর অভিনয় জগতের বন্ধুবান্ধবরাও। এসেছিলেন অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য, তাঁর স্বামী এবং পুঁচকে কন‍্যা। নজর কাড়লেন রুবেলও। একসঙ্গে সেলফি তোলা থেকে শুরু করে শ্বেতাকে কেকও খাইয়ে দিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/Ci9VatovO1R/?igshid=YmMyMTA2M2Y=

শুধু জন্মদিন নয়। এর আগে ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়ালে অতিথি হয়েও এসেছিলেন শ্বেতা ও রুবেল। এই জুটি সিরিয়ালেও বেশ জনপ্রিয় ছিল। সিরিয়াল শেষ হয়ে গেলেও এখনো তাঁদের জনপ্রিয়তা কম হয়নি। দুজনকে একসঙ্গে দেখে অনেকে প্রশ্নও করেছেন, রুবেল শ্বেতার মধ‍্যে রসায়ন কি অন‍্য মোড় নিচ্ছে?

https://www.instagram.com/p/Ci9U-s1vKkq/?igshid=YmMyMTA2M2Y=

এমন গুঞ্জন অবশ‍্য নতুন নয়। দুজনের মধ‍্যে সম্পর্ক নিয়ে আগেও চর্চা হয়েছিল। কিন্তু সে গুঞ্জন নস‍্যাৎ করে দিয়েছিলেন অভিনেত্রী। শ্বেতা বলেছিলেন, রুবেলের সঙ্গে তাঁর সহকর্মীর মতোই সম্পর্ক। তাঁরা আগে যেভাবে কথা বলতেন এখনো সেভাবেই বলেন। উপরন্তু তিনি দশ বছর ধরে এক সম্পর্কে রয়েছেন। সে কথা আগেই প্রকাশ করেছিলেন শ্বেতা। রুবেলও নাকি পাঁচ বছর ধরে প্রেম করছেন।

সম্পর্কিত খবর

X