বাংলাহান্ট ডেস্ক: দু বছর করোনার ধাক্কা সামলানোর পর এ বছর পুজো ছিল অনেকটাই স্বাভাবিক। তাই এ বছর কার্নিভ্যালেরও (Durgapuja Carnival) আয়োজন করা হয়েছে রেড রোডে। রাজ্য জুড়ে বিভিন্ন নামীদামী পুজো মণ্ডপের প্রতিমার শোভাযাত্রা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। তার আগেই রাজ্যের শাসক দলকে কটাক্ষের তীরে বিদ্ধ করলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)।
সরকারের উপরে এত দেনা, প্রতিমা নিরঞ্জনের দিন মাল নদীতে দুর্ঘটনায় এত মানুষের মৃত্যু, তারপরেও কার্নিভ্যাল করছে কীকরে রাজ্য সরকার? প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, দেদারে দুর্নীতি আড়াল করতেই সরকারের টাকায় তৃণমূলের প্রচার চালানো হচ্ছে।
তীব্র কটাক্ষ শানিয়ে রুদ্রনীল বলেন, কার্নিভ্যাল বিষয়টা সম্পূর্ম ভাবে রাজনৈতিক। বিভিন্ন দুর্নীতি থেকে মানুষের নজর ঘোরাতেই এসব প্রচার চালানো হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। রুদ্রনীলের বক্তব্য, রাজ্য সরকারের উপরে প্রায় ৬ লাখ কোটি টাকার ঋণ রয়েছে। এর মধ্যে ২ লাখ কোটি টাকা ঋণ বাম শাসনের সময়েই তৈরি হয়েছিল।
তৃণমূল কয়েকদিনেই দেদারে দুর্নীতি, চুরি করে ঋণের বোঝা বাড়িয়ে ফেলেছে। এদিকে রাজ্য সরকার চাকরি দিতে পারছে না, বেতন দিতে পারছে না। ওদিকে জেলায় জেলায় কার্নিভ্যাল শুরু করছে। এতে অর্থনীতি আরো ভেঙে পড়বে বলেই মনে করছেন রুদ্রনীল। শুধু তাই নয়, প্রতিমা নিরঞ্জনের সময়ে মাল নদীতে হড়পা বানে আট জন মানুষের মৃত্যু হয়েছে।
এর জন্যও সরকার এবং পুলিসের উদাসীনতাকে দায়ী করা হচ্ছে। এর মধ্যে কার্নিভ্যালের অনুমতি দেয় কীকরে সরকার? প্রশ্ন রুদ্রনীলের। পালটা তৃণমূলের তরফে জয়প্রকাশ মজুমদার দাবি করেছেন, পশ্চিমবঙ্গের বর্ণাঢ্য উৎসবকে সাধারণ ভাবে বিশ্বের কাছে তুলে ধরার জন্যই কার্নিভ্যাল করা। এতে অর্থনীতির উন্নতিই হবে।
মাল নদীর দুর্ঘটনার প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক। কিন্তু রাজনীতি করার জন্য কার্নিভ্যাল বন্ধ করে দেওয়ার কথা বলছে বিজেপি। পশ্চিমবঙ্গের ভাল হোক তা বিজেপি চায় না বলেও কটাক্ষ করেছেন জয়প্রকাশ মজুমদার।