সম্পর্ক ভাঙনের গুঞ্জন! অবশেষে মুখ খুললেন ঋতাভরী

বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সম্পর্কে ভাঙন ধরেছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এবং তথাগত চ্যাটার্জির (Tathagata Chatterjee)। মাত্র কয়েকদিন আগেই যার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন অভিনেত্রী তার সাথেই নাকি আলাদা হয়েছে পথ চলা। এমনকি এই ভাঙনের জন্য দায়ী করা হয়েছে ঋতাভরীর হবু শ্বশুরবাড়ির লোকজনদের। অবশেষে সহ্যের বাঁধ ভাঙল এই তারকা জুটির।

বর্তমানে প্রেমিকার সঙ্গে আর সেভাবে দেখা যাচ্ছে না তথাগতকে। অন্যদিকে ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত অভিনেত্রী। ফলে সেভাবে তিনি সময় দিয়ে উঠতে পারছেন না প্রেমিককে। ফলে দুজনের মধ্যে বেড়েছে দূরত্ব। এমনটাই মনে করছেন নেটিজেনরা। অনেকেই আমার মনে করছেন, তথাগতর পরিবার অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারছেন না। আর সে কারণেই ভাঙন ধরেছে প্রেমে।

Ritabhari-Tathagata

পরিবার নিয়ে গুঞ্জন উঠতেই অবশেষে মুখ খুললেন মনোবিদ তথাগত চ্যাটার্জি। সোশ্যাল মিডিয়ায় তিনি করলেন লম্বাচওড়া পোস্ট। লেখেন, ‘দয়া করে আমার ব্যক্তিগত সম্পর্ক থেকে দূরে থাকুন। ঋতাভরীকে নিয়ে আমার পরিবারের কোনো সমস্যা নেই। ওকে সকলেই ভীষণ ভালোবাসে। আমার পরিবার খোলা মনের। সেখানে আমাদের নিজস্ব মতামতকে প্রাধান্য দেওয়া হয়’।

Ritabhari-Tathagata

এই পোষ্টের একটি স্ক্রিনশট নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে চিপকে দিয়েছেন অভিনেত্রী ঋতাভরী। লেখেন , ‘সংবাদমাধ্যমকে অনুরোধ করব টিআরপি বাড়ানোর জন্য ভুয়ো খবর ছড়াবেন না। সম্পূর্ণ বিষয়টি না জেনে যা খুশি তাই লিখে দেবেন না। বারবার এসব কথা লিখলে একটা সময় হয়তো মানুষের মনেই প্রশ্ন উঠে যেতে পারে’।

Ritabhari-Tathagata

উল্লেখ্য, ২০২১ সালে শুরু হয়েছিল তথাগত এবং ঋতাভরীর প্রেম কাহিনী। লকডাউন চলাকালীন লিভ ইন রিলেশনশিপেও ছিলেন তারা। এমনকি ভবিষ্যতের কথা চিন্তা করেই চিকিৎসক বন্ধুর সঙ্গে একটি ঘরও কেনেন ঋতাভরী। একসঙ্গে সেরেছেন বিদেশ সফর। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠেছিল ভাঙ্গনের গুঞ্জন। প্রথমে মুখে কুলুপ আটলেও অবশেষে মুখ খুললেন অভিনেত্রী ও তাঁর প্রেমিক।

additiya

সম্পর্কিত খবর