সুশান্ত এখন অতীত, চুটিয়ে প্রেম করছেন রিয়া চক্রবর্তী! রইল প্রেমিকের পরিচয়

বাংলা হান্ট ডেস্ক : বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) মারা যাওয়ার পর থেকেই মিডিয়া লাইমলাইটে রয়েছেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। অভিনেতার মৃত্যুর কারণ হিসেবে অনেকেই আজও রিয়াকেই দায়ী করে থাকেন। আর এবার সেই রিয়াই আরও একবার সংবাদ শিরোনামে। তবে এবার কারণটা সুশান্ত সিং রাজপুত নন বরং ‘জিরোধা’ প্রতিষ্ঠাতা নিখিল কামথ (Nikhil Kamath)।

সূত্রের খবর, সম্প্রতি নাকি নিখিল কামথের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি‌। বলিউড সূত্রে খবর, গত শুক্রবার রাত্রে তাদের একসঙ্গে দেখ যাওয়ার পর থেকেই নাকি নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিক করার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। গত শুক্রবার রাতেও এক পার্টিতে একসাথে ক্যামেরাবন্দি করা হয় তাদের। উল্লেখ্য, দিল্লির এই শিল্পপতির সাথে বিশ্বসুন্দরী মানুষী চিল্লারের গুজবও শোনা গিয়েছিল।

এদিকে রিয়া চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। প্রয়াত অভিনেতার মৃত্যুর পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ ওঠে তার নামে। এমনকি মাদক যোগ থাকার কারণে এক মাসের জেলও হয়েছিল তার। এই ঘটনার পর বেশ কিছুদিন মিডিয়া থেকে দূরেই ছিলেন তিনি। তবে সম্প্রতি আবারও ফিরেছেন গ্ল্যামার দুনিয়ায়।

আরও পড়ুন : Zomato ডেলিভারি বয় থেকে সরকারি অফিসার, এই যুবকের সাফল্যের কাহিনী চমকে ওঠার মতই

picture nikhil kamath co founder true beacon and zerodha 1

পাশাপাশি ব্যক্তিগত জীবনেও অনেকটাই এগিয়ে গেছেন নায়িকা। ব্যবসায়ী নিখিল কামথের মধ্যে খুঁজে নিয়েছেন নতুন ভালোবাসা। এতদিন যদিও সবটাই কেবল হাওয়াতেই ঘুরছিল, তবে এবার তাদের একফ্রেমেও বন্দি করল পাপারাজ্জিদের দল। জানিয়ে রাখি, ৯০০০ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক নিখিল কামথ ভারতের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের একজন।

আরও পড়ুন : ‘দুগ্গা মায়ের কাছে খুব কেঁদেছি…’, বিয়ের পর প্রথম পুজোতেই মন ভার ‘রাঙা বউ’ শ্রুতির

104607053

নিখিল কামথের ব্যক্তিগত জীবনের কথা বললে, তিনি আমান্ডা পুরাভাঙ্কারাকে বিয়ে করেন। তবে সেই বিয়ে খুব বেশিদিন টেকেনি। এরপর ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। এবং কিছুদিন পর ডিভোর্স পেয়েও যান তিনি। এবং তারপরেই সামনে আসে রিয়ার সাথে তার সম্পর্কের গুজব। যদিও দুজনের কেউই এখনও এই বিষয়ে মুখ খোলেননি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর