বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই সর্বত্র শীতের (Winter) আমেজ বেশ ভালোভাবে পরিলক্ষিত হচ্ছে। এমতাবস্থায়, এই সময়টাতে ঠান্ডার হাত থেকে বাঁচতে অনেকেই বাড়িতে রুম হিটারের (Room Heater) ব্যবহার শুরু করেন। যার ফলে শীতের মরশুমে খুব দ্রুত ঘরকে গরম করে ফেলা যায়। যদিও, হিটারের এই বিশেষ সুবিধাটি থাকলেও প্রতি বছরই বদ্ধ ঘরে হিটার ব্যবহার করার কারণে একাধিক দুর্ঘটনার প্রসঙ্গও সামনে আসে।
এমন পরিস্থিতিতে, হিটার ব্যবহার করার সময়ে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ, এটি ব্যবহারের ক্ষেত্রে সামান্য অবহেলাও পুরো পরিবারের জন্য বিপদ ডেকে আনতে পারে। এমনকি, সঠিকভাবে এটির ব্যবহার না করলে শরীর খারাপও হতে পারে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা রুম হিটারের সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে উপস্থাপিত করছি।
রুম হিটার চালানোর সময়ে এই বিষয়গুলি অবশ্যই মাথায় রাখুন:
১. প্রথমে হিটারটি ঠিক রয়েছে কি না তা দেখে নিন: রুম হিটার ব্যবহারের আগে সেটি ঠিক রয়েছে কি না তা দেখে নেওয়া দরকার। কারণ, শীতের মরশুম শেষ হলে হিটারের ব্যবহার আর করা হয় না। এমতাবস্থায়, দীর্ঘদিন যাবৎ বাড়িতে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে এই যন্ত্র। যার ফলে এই বৈদ্যুতিক যন্ত্রটির খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই, এটি পুনরায় ব্যবহার করার আগে সেটি ঠিক রয়েছে কি না তা দেখে নিতে হবে এবং হিটারটিকে পরিষ্কারও করে ফেলতে হবে।
২. সুইচ বোর্ডের বিষয়ে সতর্ক থাকুন: বৈদ্যুতিক হিটার ব্যবহার করার সময়ে সুইচ বোর্ডে কখনোই ওভারলোডিং করা উচিত নয়। এটি করার ফলে, হিটার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং সেটি ফেটে গিয়ে আগুনও লেগে যেতে পারে। যার ফলে বাড়িতে অগ্নিকাণ্ডের মত ঘটনার আশঙ্কাও থেকে যায়। সেজন্য হিটারটি শুধুমাত্র সিঙ্গেল প্লাগ মারফত ব্যবহার করুন।
৩. জামাকাপড় দূরে রাখুন: বদ্ধ ঘরে হিটার ব্যবহার করার সময়ে, জামাকাপড় এবং কম্বলের মতো দাহ্য জিনিসপত্রগুলিকে হিটার থেকে কমপক্ষে ৫ ফুট দূরে রাখুন।
৪. বদ্ধ ঘরে হিটার চালাবেন না: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, হিটার ব্যবহার করার ফলে কার্বন মনোক্সাইড ছড়িয়ে পড়ে। তাই পুরোপুরি বদ্ধ জায়গায় হিটারের ব্যবহার কম করার চেষ্টা করুন। এদিকে, বদ্ধ ঘরে হিটার ব্যবহার করার সময়ে ঘরের দরজা এবং জানালা খোলা রাখার পাশাপাশি হিটারটি যাতে আপনার থেকে নিরাপদ দূরত্বে থাকে সেইদিকে খেয়াল রাখুন। নাহলে, আপনার মাথাব্যথা, অস্থিরতা এবং বমি পর্যন্ত হতে পারে।
(বিশেষ দ্রষ্টব্যঃ এই প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে লেখা হয়েছে। বাংলা হান্ট এগুলিকে নিশ্চিত করে না। এই প্রসঙ্গগুলি বাস্তবায়নের আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে অবশ্যই যোগাযোগ করুন।)