বাংলাহান্ট ডেস্ক : লুকিয়ে বিয়ে সারলেন অভিনেত্রী রূপা ভট্টাচার্য (Rupa Bhattacharya)। বিয়ের কথা কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দেননি। অবশেষে শুভ কাজ সেরে ছবি শেয়ার করে সকলকে চমকে দিয়েছেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা দেবাঙ্ক ভট্টাচার্যকেই বিয়ে করেছেন তিনি।
বিয়ে সেরে ফেললেন রূপা ভট্টাচার্য (Rupa Bhattacharya)
ব্যক্তিগত জীবন পুরোপুরি ব্যক্তিগতই রেখেছিলেন রূপা (Rupa Bhattacharya)। প্রেম বা বিয়ের প্রশ্ন উঠলেই বরাবর এড়িয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে। বলতেন, একাই দিব্যি আছেন। প্রেমের কথা প্রকাশ্যে আসতেই দেননি তিনি। যদিও রূপা (Rupa Bhattacharya) একবার বলেছিলেন, ভবিষ্যতে কাউকে ভরসা যোগ্য পেলে বিয়ের কথা ভাববেন।
গোপনেই রেখেছিলেন সম্পর্ক: জানা যায়, পরিবারের সঙ্গে বিশেষ ভালো সম্পর্ক নেই রূপার (Rupa Bhattacharya)। দীর্ঘদিন আগেই বাড়ি ছেড়েছেন তিনি। নিজের কাজ, মতের অমিল সহ একাধিক কারণেই নাকি পরিবারের কারোর সঙ্গে তাঁর মত মেলে না। তবে প্রেমিকের কথাও কোনোদিন ফাঁস হতে দেননি রূপা।
আরও পড়ুন : ইংরেজি-বিতর্কে হয়েছিলেন ট্রোল, বক্স অফিসে কত কোটি তুলল প্রসেনজিতের ‘মালিক’?
কেমন সেজেছিলেন অভিনেত্রী: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেত্রীর বিয়ের ছবি। এদিন গোলাপী বেনারসীর সঙ্গে সবুজ জমকালো ব্লাউজ পরে সেজছিলেন রূপা (Rupa Bhattacharya)। সর্বাঙ্গে গয়না, কপালে চন্দন মাথায় মুকুট পরে কনের সাজে বেশ মিষ্টি দেখাচ্ছিল তাঁকে। জানা গিয়েছে, ঘনিষ্ঠ জনেরাই আমন্ত্রিত ছিল বিয়েতে।
আরও পড়ুন : এশিয়া কাপ নিয়ে নতুন “নাটক” পাকিস্তানের, ভারতে টিম পাঠানোর প্রসঙ্গে কী পরিকল্পনা পড়শি দেশের?
প্রসঙ্গত, জি বাংলায় ‘আনন্দী’ সিরিয়ালে অভিনয় করছিলেন রূপা ভট্টাচার্য। নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছিল তাঁকে। তবে সম্প্রতি গল্পের ট্র্যাক বদলানোয় আর দেখা যাচ্ছে না তাঁর চরিত্রটিকে।