বাংলাহান্ট ডেস্ক: কোনো না কোনো কারণে খবরের শিরোনামে ঠিকই জায়গা করে নেন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। বিজেপির (Bharatiya Janata Party) সঙ্গে তাঁর গরম ঠাণ্ডা সম্পর্কের জন্য গত কয়েকদিন ধরেই চর্চায় রয়েছেন তিনি। পদ্ম ছেড়ে তিনি নাকি ঘাসফুল শিবিরে আসবেন, এমন খবর ছড়াতেই নরমে গরমে উত্তর দিয়েছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, সবাই বিক্রি হয় না।
এবার তাঁর প্রশ্ন, প্রাক্তন সাংসদদের মাসিক পেনশন কত? সঙ্গে আফশোসও করেছেন রূপা, পেনশন না নেওয়ায় কত টাকা মিস হয়ে গেল! ফেসবুকে একটি পোস্ট করেছেন রূপা গঙ্গোপাধ্যায়, ‘প্রাক্তন সাংসদদের পেনশন কত টাকা? কেউ যদি জানেন, আমায় প্লিজ এখানে লিখে পাঠান। আমি তো নিই না। ইস কত টাকা মিস হয়ে গেল!!! ইসসস!’
ওই পোস্টেই মিলেছে উত্তর। এক ব্যক্তি জানিয়েছেন, প্রাক্তন সাংসদদের মাসিক পেনশন ২০ হাজার টাকা। তবে কারোর মেয়াদ যদি পাঁচ বছর অতিক্রম করে যায় তাহলে প্রতি মাসে অতিরিক্ত পাঁচ হাজার টাকা দেওয়া হয়। অনেকে আবার মজাও করেছেন কমেন্ট বক্সে। কেউ লিখেছেন, বাবুল সুপ্রিয় ভাল জানবেন। আবার কারোর উত্তর ১ লাখ টাকা।
অতি সম্প্রতি রটেছিল, ২১ শে জুলাই বা তার আগেই সবুজ শিবিরে আনুষ্ঠানিক ভাবে যোগ দিতে পারেন রূপা। উত্তরে তিনি স্পষ্ট বলেন, সবাই বিক্রি হয় না। এ রাজ্যে তাঁর জন্ম। যত কেসই দিক না কেন, তাড়াতে তাঁকে পারবে না। ২১ জুলাই শহিদ দিবস নিয়েও কটাক্ষ শানাতে ছাড়েননি তিনি। ওইদিন বাস মালিকদের ধাক্কা মেরে, ভয় দেখিয়ে লোক আনানো হবে বলে মন্তব্য করেন সাংসদ। আর যদি কেউ রাজি না হয় তাহলে বাস নিয়ে বেরোনোই বন্ধ করে দেওয়া হবে।
রূপারর কটাক্ষ, তৃণমূল সরকারে আসার পর বিজেপির যতজন শহিদ হয়েছে তার সংখ্যা বরং আরো বেশি। রূপা বলেন, তিনি বিজেপিতে আছেন, বিজেপিতেই থাকবেন। এমনকি গেরুয়া শিবিরও তাঁকে তাড়াতে পারবে না, জোর গলায় দাবি রূপা গঙ্গোপাধ্যায়ের।