অশান্তিময় দাম্পত‍্য জীবন থেকে ক্ষুব্ধ জনতার হাতে মার, আত্মহত‍্যার পথ বেছেছিলেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: একসময়ের বাংলা ও হিন্দি সিনেমার পরিচিত অভিনেত্রী তথা ‘মহাভারত’ ধারাবাহিকের দ্রৌপদী রূপা গাঙ্গুলী (Rupa Ganguly) বর্তমানে কেন্দ্রীয় শাসক দলের নেত্রী। অভিনয় থেকে রাজনীতি, জীবনে বেশ পরিবর্তন এসেছে তাঁর‍। কিন্তু একটা সময়ে ভয়ংকর কষ্টের মধ‍্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। এমনকি আত্মহত‍্যা পর্যন্ত করতে গিয়েছিলেন রূপা। পুরোনো স্মৃতি ফের একবার রোমন্থন করেছেন অভিনেত্রী।


সম্প্রতি পালঘরে ঘটে যাওয়া নৃশংস হত‍্যাকাণ্ড নিয়ে ফুঁসছে গোটা দেশ‌। তীব্র ভাষায় সমালোচনা করেছেন রূপা গাঙ্গুলীও। এই ঘটনাই তাঁকে ফিরিয়ে নিয়ে গিয়েছে তাঁর অতীতে। সেই ভয়াবহ ঘটনাই সবার সামনে তুলে ধরেছেন তিনি।
২০১৬ সালে ডায়মণ্ড হারবারে এমনই ঘটনার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। ১৬-১৭ জন তাঁকে গাড়ি থেকে নামিয়ে মারতে শুরু করেন। ভেঙে দেওয়া হয়েছিল তাঁর গাড়িও।
অবশ‍্য নিজের ব‍্যক্তিগত জীবনেও বেশ প্রতিকূলতার মধ‍্যে দিয়ে যেতে হয়েছে রূপাকে। দীর্ঘ ১৪ বছর সংসার করার পর বিবাহ বিচ্ছেদ হয় তাঁর। ১৯৯২ সালে পেশায় মেকানিক‍্যাল ইঞ্জিনিয়ার ধ্রুব মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রূপা। ২০০৭ এ তাঁদের বিচ্ছেদ হয়। তারপর ২০০৯ সালে পাকাপাকি ভাবে আলাদা হয়ে যান তাঁরা।


দাম্পত‍্য জীবন খুব একটা সুখের কাটেনি অভিনেত্রীর। স্বামীর জন‍্যই নিজের কেরিয়ার ছেড়ে কলকাতায় আসেন তিনি। তারপরেও বন্ধ হয়নি ঝামেলা, অশান্তি। একাধিকবার আত্মহত‍্যা করতেও গিয়েছেন তিনি। জানা যায়, বিবাহ বিচ্ছেদের পর নিজের থেকে ১৩ বছরের ছোট এক গায়কের সঙ্গে লিভ ইন করতে শুরু করেন রূপা গাঙ্গুলী। কিন্তু সেই সম্পর্কও শেষ পর্যন্ত টেকেনি।

X