‘আমি মোদীজির বড় ভক্ত’, বিজেপিতে যোগ দিয়েই বললেন বিখ্যাত বাঙালি অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক : হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী বঙ্গ তনয়া রূপালী গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly) যোগদান করলেন বিজেপিতে (Bharatiya Janata Party)। আজ একটি সাংবাদিক সম্মেলনে এই কথায় সম্মতি জানানো হয়েছে। রূপালীর সাথে এদিন বিজেপিতে যোগদান করেছেন বিনোদ তাওড়ে এবং অনিল বালুনি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কিনা সেই বিষয়ে অবশ্য কিছু বলতে পারেননি রূপালী। কঙ্গনা রানাউত, অরুণ গোভিলের মতো বিনোদন দুনিয়ার তারকারা এ বছর যোগদান করেছেন পদ্ম শিবিরে। এবার লোকসভা নির্বাচনের আবহাওয়া বিজেপিতে যোগদান করলেন এই বঙ্গকন্যা।

আরোও পড়ুন : সিনেমা থেকে শুরু করে শপিং, মহিলাদের জন্য এবার স্পেশাল ডিসকাউন্ট! দুর্দান্ত অফার Union Bank’র

অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আমি এখানে এসে সম্মানিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাকে নানা ভাবে প্রভাবিত করেছেন। আমি প্রধানমন্ত্রী মোদির একজন বড় ভক্ত। বিজেপি দুর্দান্ত কাজ করছে এবং সেই কারণেই আমি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলাম। দলের কাছে কৃতজ্ঞ আমি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে কয়েক মাস আগে সাক্ষাৎ হয় ‘সারাভাই বনাম সারাভাই’ খ্যাত অভিনেত্রী রূপালীর। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই সেই কথা জানান অভিনেত্রী। তিনি জানান বিষয়টি নিয়ে বেশ উত্তেজনা ও উদ্বেগে ছিলেন তিনি। জন্মসূত্রে বাঙালি রূপালির পরনেও ছিল পদ্ম আঁকা গেরুয়া শাড়ি। হাতে শাঁখা-পলা-নোয়া।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর