একান্তে সময় কাটাতে চান ব্যবসায়ী, রেট কত? কুপ্রস্তাব অভিনেত্রী রূপাঞ্জনাকে

বাংলাহান্ট ডেস্ক: আবারো হেনস্থার অভিযোগ তুলে সংবাদ শিরোনামে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। এক ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। তাঁকে জানানো হয়, এক বাঙালি ব্যবসায়ী তাঁর সঙ্গে একান্তে দেখা করতে চান। সেজন্য রূপাঞ্জনার পারিশ্রমিকও জানতে চাওয়া হয়। গোটা বিষয়টা জনসমক্ষে এনে ফেলেছেন অভিনেত্রী।

হোয়াটসঅ্যাপে মৃন্ময় নামে এক ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত চ্যাটের কিছু ছবি শেয়ার করেছেন রূপাঞ্জনা। তিনি জানিয়েছেন, মৃন্ময় নামে ওই ব্যক্তি তাঁকে কাজের প্রস্তাব দিয়ে ইমেল পাঠিয়েছিলেন। তখন রূপাঞ্জনা তাঁকে নিজের পেশাগত ফোন নম্বর দেন। সেখানেই তারপর ওই ব্যক্তি মেসেজ করে ‘কাজ’ এর প্রস্তাব দেন।

Rupanjana

কী কাজ? ছবি থেকে জানা যাচ্ছে, ওই ব্যক্তি রূপাঞ্জনাকে জানান, তাঁর পরিচিত এক বাঙালি ব্যবসায়ী অভিনেত্রীর কাজ দেখে মুগ্ধ। তাই তাঁর সঙ্গে দেখা করতে চান। এ জন্য তাঁর রেটও জানতে চাওয়া হয়। পালটা রূপাঞ্জনা স্পষ্ট লিখে দেন, ভুল দরজায় টোকা মেরেছেন তাঁরা। ওই বাঙালি ব্যবসায়ীকে তো তিনি খুঁজে বের করবেনই, সঙ্গে মৃন্ময় নামের ওই ব্যক্তিকেও তিনি ছেড়ে দেবেন না।

সংবাদ মাধ্যমকে রূপাঞ্জনা জানান, এমন মেসেজ ইন্ডাস্ট্রির অন্দরে অনেকেই পেয়েছে। বছরের পর বছর ধরে চুপ করে থেকে বরং এই ধরণের মানুষরা আরো পেয়ে বসছে। রূপাঞ্জনা জানিয়েছেন, তিনি দরকার হলে পুলিশের দ্বারস্থ হবেন। এর নেপথ্যে কোনো চক্র রয়েছে কিনা সেটা তাঁকে খুঁজে বের করতে হবে।

উল্লেখ্য, বরাবর স্পষ্টবাদী ভাবমূর্তির জন্য পরিচিত রূপাঞ্জনা। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন তিনিই। আবার রূপাঞ্জনাই কয়েক মাস আগে সরব হয়েছিলেন ইন্ডাস্ট্রির অন্দরে ‘সুগার ড্যাডি’ সংষ্কৃতির বাড়বাড়ন্ত নিয়ে। তরুণী যুবতী মেয়েদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করতে শোনা গিয়েছিল তাঁকে। এই হেনস্থার বিষয়টা নিয়েও যে তিনি শেষ পর্যন্ত খতিয়ে দেখবেন তা বলা বাহুল্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর