বাংলাহান্ট ডেস্ক : অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় আভাস দিয়েছিলেন, কিছু চমক থাকবে এবার তৃণমূলের একুশের মঞ্চে। এলও চমক। বিজেপি থেকে ফের তৃণমূলে ফিরলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)। আগে সবুজ শিবিরেই ছিলেন তিনি। কিন্তু ২০১৯ এ যোগ দেন বিজেপিতে (BJP)। অভিযোগ ছিল, দলে থেকে ‘কাজ’ করতে পারছেন না। ছয় বছর পর আবারও ‘ঘরে’ ফিরলেন রূপাঞ্জনা (Rupanjana Mitra)। জানালেন, সব সমস্যা মিটে গিয়েছে।
একুশের মঞ্চে ফের তৃণমূলে ফিরলেন রূপাঞ্জনা (Rupanjana Mitra)
গত বছরই তৃণমূলে (TMC) ফেরার আভাস দিয়ে রেখেছিলেন অভিনেত্রী। দাবি করেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানহানি করতে বলা হয়েছিল তাঁদের। তাই আর থাকতে পারছেন না সেখানে। অবশেষে একুশে জুলাইয়ের মঞ্চে ফের তৃণমূলে যোগদান করলেন রূপাঞ্জনা (Rupanjana Mitra)।
ঘরে ফিরে স্বস্তি অভিনেত্রীর: দলে ফেরা নিয়ে রূপাঞ্জনা (Rupanjana Mitra) আনন্দবাজার ডট কমকে বলেন, পাঁচ বছর ‘রেজিমেন্টেড দলে’ কাটানোর পর আবার দিদির কাছে ফিরে এলেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘ঘর ওয়াপসির পর মনে হচ্ছে যেন স্বর্গ। কতদিন পর খোলা হাওয়ায় নিঃশ্বাস নিচ্ছি’। জানালেন, প্রথম দিকে চার বছর দিদির মঞ্চেই ছিলেন। তারপর কিছু সমস্যা হয়েছিল। সেসব এখন মিটে গিয়েছে।
আরও পড়ুন : একইসঙ্গে দুই ভাইকে বিয়ে মহিলার! কলিযুগের ‘দ্রৌপদী’ হয়ে গর্বিত সুনীতা বললেন…
অভিনয়ের সঙ্গেই চালাবেন রাজনীতি: উচ্ছ্বসিত রূপাঞ্জনা (Rupanjana Mitra) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আমন্ত্রণ জানিয়েছেন। আগেও অভিনয় সামলেই রাজনীতি করেছেন তিনি। এবারও তাই করবেন। টলিউডের উন্নতিসাধনের জন্য কাজ করবেন। পাশাপাশি ফেডারেশন-পরিচালকদের দ্বন্দ্বের ব্যাপারে তাঁর বক্তব্য, আলোচনায় সেই সমস্যাও মিটবে বলেই তাঁর মত।
আরও পড়ুন : শিব ঠাকুরের আপন মাস, শ্রাবণের প্রতি সোমবারে পালন করুন এই সহজ টোটকা, বদলে যাবে জীবন
প্রসঙ্গত, ২০১৯ সালে ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনা মিত্রের (Rupanjana Mitra) মতো বিনোদুনিয়ার একাধিক তারকা দিল্লি গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর রূপাঞ্জনা এও দাবি করেছিলেন, বিজেপিতে গিয়েছেন বলে তৃণমূলের থেকে হুমকি পাচ্ছেন তিনি। কাজও নাকি পাচ্ছিলেন না। তারপরে আবার বিজেপিও ছেড়েছিলেন তিনি সে দলে থেকে রাজনীতি সম্ভব নয় বলে। শেষমেষ তৃণমূলেই ফিরলেন রূপাঞ্জনা।