ভালবাসার কি বয়স হয়? ছোট্ট ছেলের সামনেই আংটি বদল করে নতুন প্রেমে শিলমোহর রূপাঞ্জনার

বাংলাহান্ট ডেস্ক : ‘বসন্ত এসে গেছে’। তাই চারিদিকে এখন কেবল প্রেম প্রেম ভাব। মাত্র কয়েকদিন আগেই পেরিয়েছে প্রেম দিবস। কিন্তু তার রেশ কাটেনি এখনও। সাধারণ মানুষের পাশাপাশি বসন্ত জমিয়ে উদযাপন করছেন তারকারাও। আর এসবের মাঝেই চুপিসারে বাগদান সেরে নিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র(Rupanjana Mitra)। পরিচালক রাতুল মুখোপাধ্যায় (Ratul Mukherjee) এর সঙ্গে বদলে ফেললেন আংটি।

দীর্ঘদিনের প্রেম অবশেষে পেল পরিণতি। পাহাড় সফরে গিয়ে পাহাড়কে সাক্ষী রেখেই নতুন জীবনে পথ চলা শুরু করলেন অভিনেত্রী রূপাঞ্জনা। সাক্ষী থাকলো ছোট্ট ছেলে। বিশেষ মুহূর্তের এই ছবি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন অভিনেত্রী। লিখেছেন, ‘সত্যি কারের ভালোবাসা থাকলে সবই সম্ভব। সেরে ফেললাম আংটি বদল। এনগেজড’।

rupanjana mitra

অভিনেত্রীর সঙ্গে পরিচালকের সম্পর্ক নতুন কিছু নয়। টলিউড হোক কিংবা বলিউড এমন অনেক অভিনেত্রীই আছেন যারা পরিচালকের সঙ্গে বাঁধা পড়েছেন সাত পাকে। সেই তালিকায় যেমন জায়গা পেয়েছেন রানি মুখার্জি-আদিত্য চোপড়া, ঠিক তেমনি সেই তালিকায় রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী।এবার সেই তালিকায় নাম লেখালেন রূপাঞ্জনা-রাতুল

বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অভিনয় করছেন রূপাঞ্জনা মিত্র। শুটিংয়ের কাজেই দার্জিলিং গিয়েছেন এই ধারাবাহিকের গোটা টিম। অভিনেত্রীর পাশাপাশি তাঁর ছেলে এবং প্রেমিকও পাড়ি দিয়েছেন পাহাড়ে। আর সেখানেই বাগদান সেরে ফেললেন রূপাঞ্জনা-রাতুল। শুরু করলেন জীবনের নতুন ইনিংস।

২০১৭ সালে ভেঙেছিল ঘর। সেই থেকে সন্তানকে নিয়ে একাই থাকতেন অভিনেত্রী। এরপরই রাতুলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। প্রায় ৬ বছরের ফারাক তাঁদের সম্পর্কে। রূপাঞ্জনার পাশাপাশি একটা সময় অভিনয় করতেন রাতুলও। কিন্তু বর্তমানে তিনি সামলাচ্ছেন পরিচালকের দায়িত্ব।

additiya

সম্পর্কিত খবর