বাংলা গান নিয়ে গলা ফাটিয়ে শেষে হিন্দি গানকে নকল! নতুন অভিযোগ রূপঙ্কর বাগচীর বিরুদ্ধে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো নেটিজেনদের কাঠগড়ায় রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। জাতীয় পুরস্কারজয়ী শিল্পীর নতুন গান নিয়ে কটাক্ষ শুরু করেছেন নেটনাগরিকদের একাংশ। হিন্দি গানকে নকল করেছেন গায়ক, এমনি অভিযোগ তুলেছেন কয়েকজন। ব‍্যাপারটা খোলসা করেই বলা যাক।

সম্প্রতি একটি নতুন গানের ভিডিও শেয়ার করেছেন রূপঙ্কর। নাম দিয়েছেন ‘পরম্পরা’। শিল্পী নতুন ভাবে সবকিছু শুরু করছেন ভেবে সমর্থনও করেছেন অনেকেই। পাশে দাঁড়িয়ে সাহস যুগিয়েছেন। পুরনো কঠিন সময় ভুলে এগিয়ে যাওয়ার জন‍্য মনের জোর দিয়েছেন রূপঙ্করকে।


কিন্তু নিন্দুকদের মুখ কি আর এত সহজে বন্ধ হয় নাকি বিতর্ক ভোলা যায়? নতুন গানের ভিডিও নিয়ে আসলেও কটাক্ষ এড়াতে পারেননি রূপঙ্কর। কেউ বলছেন, ‘গান যেমন জঘন‍্য তেমনি বাজে পরিবেশনা।’ আবার কারোর কটাক্ষ, খুব উত্তেজিত হয়ে গান শুনতে এসেছিলেন। কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছেন রূপঙ্কর।

একজন লিখেছেন, ‘হ্যাঁ গানটা খুবই ভালো, কিন্তু আপনি একজন শিল্পী হিসেবে সমস্ত সম্মান খুইয়ে ফেলেছেন। সেটা হয়তো আর ফেরত পাবেন না কোনোদিন।’ এর মাঝেই ‘দ‍্য বং ডায়েরি’ খ‍্যাত সোহম মণ্ডলও একটি মন্তব‍্য করেছেন যা বিতর্ক আরো বাড়িয়ে দিয়েছে।


তিনি লিখেছেন, ‘রহনা হ‍্যায় তেরে দিল ম‍্যায় -এর ”দিলকো তুমসে প্যায়ার হুয়া’-র এই প্যারোডিটা খুব ভালো হয়েছে! প্রথমে অরিজিনাল ভেবে ভুল করেছিলাম, ক্ষমা করবেন।’ তাঁর সঙ্গে সহমত হয়েছেন কয়েকজন। বাংলা গানের পাশে দাঁড়ান বলে শেষে কিনা নিজেই হিন্দি গানকে নকল করছেন রূপঙ্কর! কটাক্ষ নেটনাগরিকদের।

প্রসঙ্গত, এর আগে নিজেদের হিন্দি গানের ব‍্যান্ড ‘UMR’ সম্পর্কে মন্তব‍্য করেন রূপঙ্কর। তাঁর প্রশ্ন ছিল, “হিন্দি ব‍্যান্ডে গান গাইব না কেন?” বাংলা গান এবং শিল্পীদের পাশে দাঁড়ানোর জন‍্য সরব হলেও হিন্দি গান নিয়েও কোনো ছুঁতমার্গ নেই রূপঙ্করের। তবে তিনি জানান, এই ব‍্যান্ডের আগামী কনসার্ট বা গান নিয়ে এখনো কোনো পরিকল্পনা করেননি তাঁরা।

X