আর ফেটো না গন্ধ বেরোবে! কেকে-বিতর্কের পাঁচ মাস পরেও ট্রোল থেকে রেহাই নেই রূপঙ্করের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কেকে-রূপঙ্কর বাগচী (KK-Rupankar Bagchi) বিতর্ক যেন শেষ হয়েও হচ্ছে না। একজন কবেই সকলকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন। অদ্ভূত ভাবে তাঁর মৃত‍্যুর আগেই বিতর্কটা শুরু করেছিলেন রূপঙ্কর। সঙ্গীতশিল্পীর মৃত‍্যুর পর সিংহভাগ দোষটাই গিয়ে পড়ে তাঁর উপরে। সোশ‍্যাল মিডিয়ায় টিকে থাকা দুষ্কর হয়ে উঠেছিল রূপঙ্করের কাছে। অবিরত কটুক্তি, পরিবারকে খুন ধর্ষণের হুমকির জেরে জেরবার হয়ে পড়েছিলেন জাতীয় পুরস্কারজয়ী শিল্পী।

কেকের প্রয়াণের পর কেটে গিয়েছে ৫ মাস। যারা প্রিয় শিল্পীর মৃত‍্যুতে কেঁদে ভাসিয়েছিলেন তারা অনেকেই ফিরে গিয়েছেন নিজের জীবনের ছন্দে। বিতর্ক ভুলে এগোতে চাইছেন রূপঙ্করও। কিন্তু বিতর্ক তাঁকে ছাড়তে চাইলে তো? কোনো একটি বিষয় নিয়ে ট্রোল শুরু হলে সেটা খুঁচিয়ে ঘা না করা পর্যন্ত অনেকেরই শান্তি হয় না। রূপঙ্করও এখনো নিন্দা, মশকরার হাত থেকে রেহাই পাননি, কবে পাবেন তারও নিশ্চয়তা নেই।

কিন্তু ট্রোলের ভয়ে মুখ লুকিয়ে বসে নেই তিনি। পুরোদমে নিজের কাজ করে চলেছেন। সিনেমায় প্লেব‍্যাক করছেন, নিজের মিউজিক ভিডিও বের করছেন। এমনকি ওয়েব সিরিজে অভিনয়ও সেরে ফেলেছেন। সমস্ত কিছুর আপডেট সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করতেই রূপঙ্করকে নিয়ে মশকরায় মাতেন নেটনাগরিকরা।

এবার ট্রোলের জন‍্য আরো একটি বিষয় পেয়ে গিয়েছেন তারা। এক নতুন মিউজিক ভিডিও লঞ্চ করেছেন রূপঙ্কর। বেশ অদ্ভূত নাম, ‘আমি ফাটলে’। কথা, সুর সবই তাঁর নিজের দেওয়া। নিজের ইউটিউব চ‍্যানেলে গানটি শেয়ার করেছেন রূপঙ্কর।

মিউজিক ভিডিওর কথা নিয়ে শুরু হয়েছে হাসি, তামাশা। একজন লিখেছেন, ‘আর ফেটো না দাদা, আমরা নিতে পারব না। রায়তা বানিয়ে রেখেছেন।’ আরেকজনের কটাক্ষ, ‘আর ফেটো না কাকা। ইতিমধ‍্যেই অনেক গন্ধ বেরোচ্ছে। আর নিতে পারছি না।’ যদিও রূপঙ্করের পক্ষেও কথা বলেছেন কয়েকজন। একজন তাঁকেঈ সমর্থন করে লিখেছেন, ‘আপনি ফেটে এভাবেই সবার মুখে ঝামা ঘষতে থাকুন। যেভাবে কেক কোম্পানীর মুখে ঝামা ঘষেছেন সেভাবেই ঝামা ঘষতে ঘষতে এগিয়ে চলুন।’


ট্রোল এখনো চলছে, রূপঙ্করের প্রতিটি পোস্টেই ‘হাহা রিয়‍্যাক্ট’ এর সংখ‍্যা কখনো বেশি, কখনো কম। কিন্তু আগের তুলনায় সমালোচনার মাত্রা কমেছে অনেকটাই। গায়কের পক্ষেও দাঁড়ানোর সাহস যুগিয়েছেন কয়েকজন। ভালোয় মন্দয় মিলিয়েই নিজের কাজ করে চলেছেন রূপঙ্কর।

X