বাংলাহান্ট ডেস্ক: বছর ঘুরে ফিরে এসেছে সেই অন্ধকার দিন। আজ ৩১ মে, প্রখ্যাত বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে-র (KK) প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২২ এ আজকের দিনেই কলকাতায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আজ কেকে-র মৃত্যুদিনে তাঁর সঙ্গে সঙ্গে চর্চায় উঠে এসেছেন রূপঙ্কর বাগচীও (Rupankar Bagchi)।
কলকাতায় শো করতে এসে আর ফেরা হয়নি কেকে-র। শোয়ের আয়োজকদের দুর্ব্যবস্থার বলি হন তিনি। মঞ্চের উপরে গান গাইতে গাইতেই অসুস্থ হয়ে পড়েন গায়ক। কিন্তু গান থামাননি তিনি। পরে হোটেল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন কেকে। আর এদিনই তাঁর সঙ্গে অদ্ভূত ভাবে জড়িয়ে যান রূপঙ্কর।
কাকতালীয়ভাবে কেকে-র মৃত্যুর দিনই তাঁর কনসার্টের ভিডিও দেখে বিষ্ফোরক মন্তব্য করেন রূপঙ্কর। ‘হু ইজ কে ম্যান?’ তাচ্ছিল্যের সঙ্গে প্রশ্ন করে তিনি বলেন, কেকে-র থেকে তিনি এবং অন্য বাঙালি শিল্পীরা অনেক ভাল গান। তাঁর বক্তব্য নিয়ে তখনি শুরু হয়েছিল প্রতিবাদ। কিন্তু ওইদিন রাতে কেকের মৃত্যুসংবাদ আসতেই যেন ক্ষোভে ফেটে পড়ে সবাই।
শুরু হয় রূপঙ্করের দুঃসময়। উঠতে বসতে গালাগাল, খুনের হুমকি, তাঁর পরিবারও রেহাই পায়নি। বাধ্য হয়ে দেহরক্ষী রাখতে হয়েছিল রূপঙ্করকে। প্রকাশ্যে ক্ষমা চেয়েও আরেকপ্রস্থ সমালোচিত হন তাঁরা। এক বছর পর অবশ্য সেই সময়টা অনেকটাই ভুলে গিয়েছেন রূপঙ্কর ও তাঁর পরিবার।
এদিন সংবাদ মাধ্যমের কাছে গায়কের স্ত্রী চৈতালী লাহিড়ী বলেন, তিনি নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তাই স্বাচ্ছন্দ্যের তুলনায় শান্তিটাই খোঁজেন সবসময়। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলায়। কেকে-র মৃত্যুবার্ষিকীতে তাঁর উদ্দেশে প্রণাম জানিয়ে তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় এখনো মাঝে মাঝেই ট্রোলড হন রূপঙ্কর। ওই ঘটনার পর এক রকম বয়কটের মুখেও পড়েছিলেন তিনি। এক নামী বেকারি সংস্থার জন্য তাঁর গাওয়া জিঙ্গেল বাদ দিয়ে তাঁর সঙ্গে কাজ না করার ঘোষণা করা হয়। বিশেষ করে আজকের দিনে নতুন করে সমালোচনার মুখে পড়ছেন রূপঙ্কর। তবুও এক বছর আগের তুলনায় এখন তাঁর পক্ষ নিয়ে কথা বলার মানুষও রয়েছে অনেক।