বাংলাহান্ট ডেস্ক: বেফাঁস মন্তব্য করে বড়সড় ফেঁসেছেন রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। তিনি, মনোময় ভট্টাচার্য, ইমন চক্রবর্তী, অনুপম রায়, সোমলতা ভট্টাচার্য, রূপম ইসলামের মতো শিল্পীরা কেকে-র থেকে অনেক বেশি ভাল গান। শ্রোতাদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন রূপঙ্কর, বলিউডের পেছনে আর কত দিন পড়ে থাকবেন? বাংলা গান আর শিল্পীদের কদর দিন।
ভিডিওটি নিয়ে বিতর্ক তৈরি হয় স্বাভাবিক ভাবেই। কেকে কে অপমান করার অভিযোগে সর্বত্র বয়কটের ডাক দেওয়া হয় রূপঙ্করকে। তারপরেই গায়ক দাবি করেন, তিনি কেকে কে অপমান করতে চাননি। শুধু বাংলা গানের হয়ে সুর চড়িয়েছিলেন।
অথচ সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি মাত্র কয়েকদিন আগেকার। গত ১৫ মে একটি অনুষ্ঠান থেকে লাইভ ভিডিও করেছিলেন রূপঙ্কর। তাঁরই ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল ভিডিওটি। নতুন করে আবারো ভাইরাল হয়েছে ভিডিওটি এবং ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।
কেন? ভিডিওতে দেখা যাচ্ছে একের পর এক হিন্দি গান গেয়ে চলেছেন রূপঙ্কর। সঙ্গে ছিলেন মনোময় এবং উজ্জয়িনী মুখোপাধ্যায়ও। তিন জনকেই একই মঞ্চ ভাগ করতে দেখা গিয়েছে ভিডিওতে। একটি গান শেষ হতে দর্শকরা আর্জি জানান, এবার অন্তত একটা বাংলা গান হোক।
সঙ্গে সঙ্গে রূপঙ্কর বলে ওঠেন, না না কোনো বাংলা গান হবে না এখানে। শুধু হিন্দি গান। ওই আবেদনটা করবেন না দয়া করে। ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসছেন নেটনাগরিকরা। যিনি বাংলা গানের দোহাই দিয়ে প্রশ্ন করতে পারেন, ‘হু ইজ কে ম্যান?’ তিনি নিজেই বলছেন বাংলা গান গাইবেন না? এ কেমন দ্বিচারিতা?
আসলে ওই শো টি ছিল UMR এর। এটি একটি নতুন গানের ব্যান্ড যেটা উজ্জয়িনী, মনোময় এবং রূপঙ্করের নামের আদ্যক্ষর নিয়ে তৈরি হয়েছে। শুধুমাত্র হিন্দি গানের জন্যই এই ব্যান্ডটি উৎসর্গ করেছেন তিন শিল্পী। তাই UMR এর শো তে বাংলা গান গাওয়ার আর্জি পেয়েও গাননি রূপঙ্কর।