বাংলাহান্ট ডেস্ক: সময় নাকি সব ক্ষতয় প্রলেপ দেয়। কিন্তু সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi) মনে ক্ষত গুলো এখনো দগদগে হয়ে রয়েছে। মাঝে কেটেছে কয়েক মাস। কেকে মৃত্যুর যন্ত্রণা আমজনতাই এখনো ভুলতে পারেনি। এখনো পদে পদে অপদস্থ হন রূপঙ্কর। উড়ে আসে শ্লেষ মাখানো বাক্যবাণ।
গত ৩১ মে দিনটা অন্ধকারময় ছিল জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পীর জন্য। ওইদিনই প্রয়াত হন প্রখ্যাত সঙ্গীত শিল্পী কেকে। অদ্ভূত ভাবে তার আগের দিনই ভিডিও বার্তায় কেকে কে কটাক্ষ করেছিলেন রূপঙ্কর, যা অপমান বলেই মনে করেছিলেন বেশিরভাগ মানুষ।
তারপরের কয়েকটা দিন দুর্বিষহ অবস্থায় কেটেছে রূপঙ্কর ও তাঁর পরিবারের। ক্রমাগত এসেছে খুন ও ধর্ষণের হুমকি। বাড়ির বাইরে পা রাখার সাহস পেতেন না কেউ। এমনকি বাদ যাননি শিল্পীর স্বর্গীয় মা-ও। কেকে কে অপমানের জন্য রূপঙ্করের মাকে পর্যন্ত ধর্ষণের হুমকি দিয়েছিলেন জনৈক নেটনাগরিক!
সম্প্রতি ছিল রূপঙ্করের মায়ের জন্মদিন। মাকে স্মরণ করে তাঁর প্রিয় গান গেয়ে শুনিয়েছেন শিল্পী। সঙ্গে লিখেছেন, ‘মা, তোমার আজ জন্মদিন। তুমি যদি বেঁচে থাকতে তাহলে তোমার বয়স হতো ৭৩। ভালোই হয়েছে তুমি আর নেই মা। নাহলে এই বয়সে ধর্ষণের হুমকি পেতে হয়তো! কারণ তোমার ছেলের নাম রূপঙ্কর। এই গানটি তোমার প্রিয়। তাই তোমার জন্য।’
সংবাদ মাধ্যমকে রূপঙ্কর বলেন, দু মাস আগে নেটমাধ্যমে বাস্তবিকই ধর্ষণের হুমকি পেয়েছিলেন তাঁর মা। সেদিন খুব লজ্জা পেয়েছিলেন গায়ক। মা বেঁচে থাকলে এই আঘাতটা তাঁর জন্যই পেতেন। বেঁচে নেই বলে অপমানের হাত থেকে রেহাই পেলেন। একই সঙ্গে স্বস্তি আবার কষ্টও হয় রূপঙ্করের।
শিল্পীর মতে, নতুন প্রজন্মের ধৈর্য্য কম। নিজেদের হাজারো সমস্যা থেকে সৃষ্টি হওয়া রাগ নেটমাধ্যমে একজনকে লক্ষ্য করে উগরে দেয় তারা। এর জন্য অবশ্য গান বন্ধ করেননি রূপঙ্কর। স্টুডিও রেকর্ডিংয়ের পাশাপাশি চলছে মঞ্চানুষ্ঠানও। অনেকে দেখতে আসছেন। কিছু শো বাতিল হয়ে যাচ্ছে। নেটমাধ্যমে এখনো ট্রোল হচ্ছেন রূপঙ্কর। তবে আগের তুলনায় এখন তাঁর সমর্থনে অনেকেই মুখ খুলছেন।