অবশেষে কাঙাল পাকিস্তানের পাশে দাঁড়াল রাশিয়া, করল বড় চুক্তি

বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের (Pakistan) জন্য অবশেষে একটু স্বস্তির খবর এল। অর্থনৈতিক সঙ্কটের মধ্যে সেখানে তেলেরও সঙ্কট দেখা দিয়েছে। এ বার তেল সঙ্কট থেকে কিছুটা স্বস্তি পেতে পারে তারা। বেশ কয়েকদিন ধরেই রাশিয়া (Russia) থেকে অপরিশোধিত তেল আনানো নিয়ে চাপানুতোর চলছিল। পাকিস্তানকে তেল বেচা নিয়ে দু’বার ভাবছিল রাশিয়া। তবে এ বার এই প্রসঙ্গে কিছুটা স্বস্তি পেল পাকিস্তান। 

ভারতও রাশিয়া থেকে কম দামে অপরিশোধিত তেল আনাচ্ছে। এর জন্য একটি চুক্তি হয়েছে দুই দেশের সরকারের মধ্যে। সূত্রের খবর, প্রতিবেশী পাকিস্তানও ঠিক তেমনই একটি চুক্তি করতে সফল হয়েছে রাশিয়ার সঙ্গে। ভারতের মতো পাকিস্তানকেও সস্তায় অপরিশোধিত তেল সরবরাহ করতে অবশেষে রাজি হয়েছে রাশিয়া। পাকিস্তানের পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদ্দিক মালিক এই কথা জানিয়েছেন। 

pak petrol pump 2

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া তাঁর দেশকে কম দামে অপরিশোধিত তেল দিতে রাজি হয়েছে। এই মুহূর্তে মুদ্রার ব্যাপক ঘাটতি রয়েছে পাকিস্তানের। তাই তারা আগামী মাসে পুতিনের দেশকে অপরিশোধিত তেলের প্রথম অর্ডার দিতে চাইছে। পাক পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী মুসাদ্দিক মালিক বলেছেন, অর্ডার দেওয়ার পর তেলের প্রথম কনসাইনমেন্ট পাকিস্তানে আসতে প্রায় এক মাস সময় নেবে। 

পেট্রোল প্রতিমন্ত্রী আরও বলেছেন যে তাদের দেশ বর্তমানে সবচেয়ে বেশি বিদেশি ঋণ এবং দুর্বল মুদ্রার দ্বারা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে তারা রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কিনতে ইচ্ছুক হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম সূত্রে খবর, অর্থমন্ত্রী ইসহাক দার গত বছরই রাশিয়ার থেকে সস্তায় এই তেল কেনার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। 

ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভারতও অপরিশোধিত তেল কিনছে। পাকিস্তানও নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। আমাদের সেই অধিকার রয়েছে।” এরপরেই তিনি তেল-গ্যাস কেনা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করতে রাশিয়া সফরে যান পেট্রোল প্রতিমন্ত্রী মুসাদ্দিক মালিক। এরপরেই পাক সরকারের তরফে রাশিয়া থেকে সস্তায় অপরিশোধিত তেল কেনার কথা ঘোষণা করা হয়। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর