রাশিয়ার থেকে আমদানি নয়, উল্টে ভারত থেকেই অস্ত্র কিনছে পুতিন! হল ৪ বিলিয়ন ডলারের চুক্তি

বাংলা হান্ট ডেস্ক: বিগত কয়েক দশক ধরেই ভারতের (India) সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া (Russia)। মিগ, সুখোই জেট, ব্রহ্মোস মিসাইল এবং এখন S-400 মিসাইল সিস্টেম ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্কের প্রতীক। এমনকি গত বছর ইউক্রেন যুদ্ধের পরেও রাশিয়ার থেকেই অস্ত্র কিনেছে ভারত। আর এবার খবর, সেই রাশিয়াই ভারত থেকে ৪ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে।

সূত্রের খবর, আমেরিকার নিষেধাজ্ঞা থাকার কারণে ভস্ট্রো অ্যাকাউন্টে রাশিয়ার বেশ কিছু টাকা আটকে আছে। অক্টোবর পর্যন্ত, এই টাকার পরিমাণ ছিল ৮ বিলিয়ন আর এবার সেই টাকা দিয়েই ভারত থেকে অস্ত্র কিনছে রাশিয়া। উল্লেখ্য যে, ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক লেনদেন বাড়াতেই এই অ্যাকাউন্টগুলি খোলা হয়েছে৷

খবর মিলছে, ভারতে এই অর্থ বিনিয়োগ করার সুযোগ না থাকার কারণে এতদদিন তা ভস্ট্রো অ্যাকাউন্টে আটকে ছিল। গত ৬ মাসে মোট অর্থের মাত্র ৫০ শতাংশই ব্যবহার করতে পেরেছে রাশিয়া। আর এবার খবর সেই অর্থ দিয়েই অস্ত্র কিনেছে দেশটি। ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থানীয় ব্যাঙ্কগুলিকে রাশিয়ান মুদ্রায় লেনদেন করার অনুমতিও দিয়েছে বলে খবর।

আরও পড়ুন:প্রেমিকাকে কুপিয়ে খুন, রক্তমাখা হাতে পুলিশকে ফোন মিঠুর! মুর্শিদাবাদে ফিরল সুতপা হত্যার স্মৃতি

রাশিয়া এই ভস্ট্রো অ্যাকাউন্টের অর্থ মূলত ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানির জন্য ব্যবহার করে থাকে। রাশিয়াকে বিভিন্ন যন্ত্রপাতি, গাড়ির যন্ত্রাংশ এবং অন্যান্য প্রকৌশল সামগ্রী সরবরাহ করে থাকে ভারত। এবং এই পুরো লেনদেনটাই হয় ডলার ছাড়া। অর্থাৎ লেনদেন হয় রূপিতে। মূলত আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই এই লেনদেন বেড়েছে।

আরও পড়ুন:‘ওরে বাপরে বাপ’! প্রচার সারতে লোকাল ট্রেনে রচনা, ‘আর আসবেন’? উত্তরে যা বললেন…

India Russia Formalise Plan For Local Production Of Russian Defence Equipment Amid Geopolitical Tensions

এখানে বলে রাখা ভালো যে, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের সময় পশ্চিমা দেশগুলি রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। যদিও সেইসব নিষেধাজ্ঞায় কান না দিয়েই রাশিয়া থেকে তেল কেনে ভারত। ইতিপূর্বেই ভারত রাশিয়াকে চিনা মূদ্রা এবং সংযুক্ত আরব আমিরাতের মূদ্রায় অর্থ প্রদান করেছে। তবে এখন আর অন্য কোনও মাধ্যম না নিয়ে সোজাসুজি রূপিতেই ব্যবসা করছে দুই দেশ। আর এবার ভারত থেকে ৪ বিলিয়ন ডলার অস্ত্র কিনছে রাশিয়া।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর