বাংলাহান্ট ডেস্ক: আগামী মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত (India) সফর নিয়ে দু’দেশের কূটনৈতিক অঙ্গনে জোর প্রস্তুতি চলছে। পুতিন আসার আগেই রাশিয়া ভারতের সামনে এমন এক প্রস্তাব রেখেছে, যা ভারতীয় বায়ুসেনার ভবিষ্যৎ শক্তিকে বহু গুণ বাড়িয়ে দিতে পারে। রাশিয়া জানিয়েছে, তাদের পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেল্থ যুদ্ধবিমান SU-৫৭ ভারতের জন্য ‘ওপেন অফার’। আরও বড় কথা, ভারত যে সব প্রযুক্তিগত শর্ত রেখেছে, সেগুলি মেনে নেওয়ার পাশাপাশি কোনও রকম বাধা ছাড়াই পুরো প্রযুক্তি হস্তান্তর করতে প্রস্তুত মস্কো।
পুতিনের সফরের আগেই রাশিয়ার তরফে ভারতকে (India) দুর্দান্ত প্রস্তাব:
দুবাই এয়ার শো ২০২৫-এ রুশ সরকারি প্রতিরক্ষা সংস্থা রোস্তেকের প্রধান সের্গেই চেমেজভ জানান, রাশিয়া, ভারতের (India) দীর্ঘদিনের কৌশলগত অংশীদার এবং ভবিষ্যতেও ভারতের নিরাপত্তা চাহিদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, অতীতে ভারতের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকলেও রাশিয়া কখনও অস্ত্র সরবরাহ বন্ধ করেনি। এখনও সেই অবস্থানেই অটল তারা। SU-৫৭ কিংবা S-৪০০— ভারত যা চাইবে, রাশিয়া তা দিতে প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে মরিয়া চেষ্টা! বড় পদক্ষেপের পথে ইউনূস সরকার
রোস্তেকের অধীনস্থ ইউএসি-র মহাপরিচালক ভাদিম বদেখা আরও জানান, SU-৫৭ নিয়ে ভারতের (India) যেসব প্রযুক্তিগত শর্ত এবং উদ্বেগ ছিল, রাশিয়া সেগুলি সম্পূর্ণভাবে মেনে নিয়েছে। যা দুই দেশের পারস্পরিক আস্থা এবং প্রতিরক্ষা সহযোগিতার একটি নতুন দৃষ্টান্ত।
এটি শুধু একটি যুদ্ধবিমান কেনার প্রস্তাব নয়, বরং ভারতের মাটিতেই উন্নতমানের বিমান তৈরি করার সুযোগও খুলে দিচ্ছে রাশিয়া। রুশ সরকারি রপ্তানি সংস্থা রোসোবরোন এক্সপোর্ট জানিয়েছে, চাইলে ভারতেই SU-৫৭-র উৎপাদন লাইন স্থাপন করা যেতে পারে। এর সঙ্গে জড়িত রয়েছে অত্যন্ত গোপন প্রযুক্তির সম্পূর্ণ হস্তান্তর— যেমন স্টেল্থ বা ‘লো সিগনেচার’ প্রযুক্তি, অত্যাধুনিক ইঞ্জিন ব্যবস্থা, এইএসএ রাডার, উন্নত অপটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ফ্লাইট সিস্টেম।

আরও পড়ুন:দীর্ঘ ৮ বছর পর প্রাথমিকে নিয়োগের ঘোষণা রাজ্যে, শূন্য পদ কত? জানুন খুঁটিনাটি
শুধু তাই নয়, ভারতের জন্য বিশেষভাবে দু’সিটের SU-৫৭ ভ্যারিয়েন্ট যৌথভাবে তৈরি করার কথাও প্রস্তাব দিয়েছে মস্কো। ফলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বা অস্ত্রসামগ্রী পেতে বিদেশি বিধিনিষেধের মুখে পড়তে হবে না— কারণ উৎপাদনের বড় অংশই হবে ভারতীয় শিল্পে।
পুতিনের সফরের আগে এমন প্রস্তাব ভারতের প্রতিরক্ষা আধুনিকীকরণে নতুন গতি আনতে পারে। দীর্ঘদিন ধরে ভারত যে উন্নত স্টেল্থ প্রযুক্তি এবং ভবিষ্যৎ যুদ্ধবিমান ব্যবস্থার দিকে ঝুঁকছে, এই উদ্যোগ সেই পথকে আরও প্রসারিত করবে বলেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মত।












