বাংলাহান্ট ডেস্ক : রাশিয়ার আক্রমণে ত্রস্ত ইউক্রেন। বিশ্বজুড়ে বেজে উঠেছে তৃতীয় বিশ্বযুদ্ধের রণডঙ্কা। এহেন অবস্থায় আগামী ৯৬ ঘন্টার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নিতে পারে রাশিয়া এমনটাই মনে করছে আমেরিকা। রাশিয়া লাগাতার আক্রমণ হানছে দেশে। জল, স্থল, আকাশ তিন দিক থেকেই ঘিরে ফেলা হয়েছে ইউক্রেনকে। যুদ্ধবিমান এবং ট্যাঙ্ক থেকে ক্রমাগত চলছে বোমাবর্ষণ এবং আক্রমন।
ইতিমধ্যেই ইউক্রেনের বেশ কিছু গ্রাম-শহর এবং বিমানবন্দর দখল করে নিয়েছে রুশ সেনা। এহেন অবস্থায় রাশিয়ার তীব্র আক্রমনের মধ্যেই মার্কিন নিরাপত্তা আধিকারিকদের আশঙ্কা আগামী ৯৬ ঘন্টা অর্থাৎ ৪ দিনের মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল করতে চলেছে রাশিয়া। একই সঙ্গেই পতন ঘটবে ইউক্রেন সরকারেরও।
জানা যাচ্ছে, যুদ্ধের প্রথম দিনেই প্রাণ হারিয়েছেন সরকারি হিসেব অনুয়ায়ী ১৩৭ জন মানুষ। এঁদের মধ্যে ১০ জনেরও বেশি সেনা আধিকারিক। আহত হয়েছেন ৩১৬ জন। যদিও বেসরকারি হিসেব অনুয়ায়ী নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩০০।
ইতিমধ্যেই ইউক্রেনে সেনা পাঠাবে না বলেই জানিয়েছে আমেরিকা। তবে ন্যাটোভুক্ত দেশগুলির নিরাপত্তা নিয়ে কোনো আপোস নয় এই হুঙ্কারও ছেড়েছেন বাইডেন। যুদ্ধ পরিস্থিতি থামানোর জন্য নরেন্দ্র মোদীর সাহায্য চায় ইউক্রেন। এই ব্যাপারে গতকালই পুতিনের সঙ্গে প্রায় ২৫ মিনিট কথা বলেন নরেন্দ্র মোদী।